শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীতাকুণ্ডে আগুনে পুড়ে ভস্মিভূত ৩২টি বসত-ঘর

তালুকদার নির্দেশ বড়ুয়া, সীতাকুণ্ড প্রতিনিধি : [২] চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর গ্রামের বড়–য়া বাড়িতে আগুনে বসতঘরসহ ৩২টি টিনের ঘর পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

[৩] বুধবার (৪ মার্চ) বিকাল পৌনে ৩টায় জহরলাল বড়ুয়ার ভাড়াটিয়া হাসান এর তুলার গোডাউনে গ্যাসের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ তাশারফ হোসেন। তিনি আরও জানান, বিকাল পৌনে ৩টার সময় আমরা আগুন লাগার খবর পেয়ে বাড়বকুণ্ড অনন্তপুর গ্রাম এলাকায় ফারুক বড়–য়ার বাড়ীতে ছুটে যাই। এসময় চারদিক থেকে লোকজন ছুটে এসে যে যার মত আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। আমরা সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের আগুন সৈনিকরা অতি স্বল্প সময়ের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এই অগ্নিকান্ডের মৃত মনমোহন বড়–য়ার সন্তান অশোক বড়–য়ার বসত ঘরসহ জহরলাল বড়ুয়া ও প্রিয়লাল বড়ুয়ার ৩২টি ঘর পুড়ে সম্পুন্ন ভস্মে পরিণত হয়। ফায়ার সার্ভিস সীতাকুণ্ড ষ্টেশন অফিসার তাশরাফ হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, অগ্নিকান্ডে ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া বারবকুণ্ড অগ্নিকুণ্ডের পুরহিত নির্মল ভট্টাচায্য এবারের শিব চতুদর্শী মেলায় দক্ষিনা ও জায়গা বিক্রয়ের নগদ ৭ লক্ষ টাকা অপর দিকে মুদি দোকান দার শ্যামল চৌধুরীর ৫লক্ষ টাকা সহ পুড়ে ছাই হয়ে যায়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেন জানান, আমার নেতৃত্বে কুমিরা ফায়ার ষ্টেশনের একটি ইউনিটসহ মোট ২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়