শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস মোকাবেলায় ইরানে সহায়তা পাঠাল আরব আমিরাত

যুগান্তর :[২] করোনাভাইরাস মোকাবেলায় ইরানে সহায়তা পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় দেশটি ইরানকে করোনাভাইরাস থেকে আত্মরক্ষায় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে। আরব আমিরাতের আরবি পত্রিকা আল বায়ান জানায়, করোনার সংক্রমণে বিপর্যস্ত ইরানে সহযোগিতা নিয়ে আমিরাতের একটি ফ্লাইট মঙ্গলবার ইরানে পৌঁছেছে।

[৩]আমিরাত বিমান বাহিনীর বিমানটি গতকাল দুবাইয়ের আন্তর্জাতিক সিটি ফর হিউম্যানিস্টিভ সার্ভিসেস থেকে ৭.৫ টন সরঞ্জামাদি নিয়ে উড়াল দেয়।

এসব সরঞ্জামের মধ্যে রয়েছে কয়েক হাজার গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, ল্যাবরেটরি ডায়াগনস্টিক সরঞ্জাম এবং স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য উপকরণ, যা ইরানের প্রায় ১৫ হাজার মানুষের স্বাস্থ্য-সহযোগিতায় কাজে আসবে।

[৪]এদিকে করোনাভাইরাস প্রতিরোধে ইরানকে চিকিৎসা সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের ভূমিকার প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইরানে করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসা সহযোগিতার জন্য অভিনন্দন জানিয়ে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, সংযুক্ত আরব আমিরাত যা করেছে তা চীর স্মরণীয় হয়ে থাকবে।

[৫]এজন্য আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সশস্ত্র বাহিনীর উপ- কমান্ডার মুহাম্মাদ বিন জায়েদ ও তার সরকারকে ধন্যবাদ জানান তিনি।

[৬]জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক বলেন, আমিরাতের পাঠানো সহযোগিতার সঙ্গে তাদের নিজস্ব একটি প্রশিক্ষিত দলকেও সঙ্গে পাঠায়, যারা সেখানকার পরিস্থিতি পর্যালোচনা, পরীক্ষাগার পরিদর্শনসহ স্বাস্থ্যগত সুবিধা প্রদানে ইরানের স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে।

[৭]আমিরাতের আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা বিষয়ক সহকারী মন্ত্রী সুলতান আল শামসী বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভৌগলিক অবস্থান বিশ্বের জনসংখ্যার দুই তৃতীয়াংশকে অন্তর্ভুক্তকারী ১০০ টিরও বেশি দেশে সহায়তা করে। আমরা বিভিন্ন সংকটে আক্রান্ত মানুষের সহযোগিতার জন্য সচেষ্ট থাকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়