শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট

এস এম নূর মোহাম্মদ: [২] বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। বুধবার ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে হাইকের্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

[৩] স্বাস্থ্য সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিমান সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইসিডিডিআরবির পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।

[৪] করোনা প্রতিরোধে একটি সেন্ট্রাল মনিটরিং সেল এবং প্রতিটি জেলায় মনিটরিং সেলের শাখা স্থাপন ও দেশের প্রতিটি বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর, হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ চাওয়া হয়েছে রিটে। এছাড়া জনসচেতা তৈরি করতে প্রচার-প্রচারনা চালাতে সরকারের প্রতি নির্দেশ চাওয়া হয়েছে।

[৫] এর আগে এ বিষয়ে পদক্ষেপ নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। তবে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় এ রিট করা হয়েছে বলে জানান পল্লব। বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়