শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরের পৌরশহরে ভয়াবহ অগ্নিকাণ্ড , প্রায় ২০ কোটি টাকার ক্ষতি

রাজেশ গৌড়, দুর্গাপুর প্রতিনিধি : [২] দুর্গাপুর পৌরশহরের মধ্য বাজার পশ্চিম গলিতে মঙ্গলবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। অগ্নিকান্ডে ছয়টি দোকান ঘর ও একটি মালামালের গুদাম ঘড় ভস্মিভূত হয় ও আশপাশের আনুমানিক ছয়সাতটি দোকানের মালামাল এলাকাবাসী বের করে ফেলে। এতে প্রায় মালামাল ও স্বর্ণালংকারসহ আনুমানিক বিশ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

[৩] এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক বারটার দিকে ধোঁয়া বের হতে থাকে। ধোঁয়া আশপাশের চারদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকাবাসী স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এক পর্যায়ে ফায়ার সার্ভিসের পানির পাম্প নষ্ট হয়ে গেলে সাথে সাথে পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দা,পূর্বধলা ও জেলা ফায়ার ষ্টেশনের তিনটি ইউনিট ও হাজার হাজার উপস্থিত এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

[৪] ক্ষতিগ্রস্ত দোকানগুলো বিপ্লব কুমার সাহার অপূর্ব ফ্যাশন, উত্তম কুমার সাহার আপন গার্মেন্টস, খুশি মোহন সাহার সৌখিন বস্ত্রালয়, ধ্রæব সাহার আদর্শ বস্ত্রালয়, আজিজুল হখের লাকী গার্মেন্টস,হিমেল মিয়ার বাহার গার্মেন্টস, ননী সরকারের মালের গোদাম ঘড় ভস্মিভূত হয়।

[৫] অনেক ব্যাবসায়ী পরিবারের লোকজনকে সর্বস্ব হারিয়ে কান্নয় ভেঙ্গে পড়তে দেখা গিয়েছে। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসআরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, এএসপি সার্কেল মাহমুদা শারমীন নেলী, পৌর মেয়র মাওলানা আ. সালাম, ওসি মিজানুর রহমান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

[৬] ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস দেন। সকালে সাংসদ মানু মজুমদার ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস দেন ।

[৭] এ ব্যাপারে ফায়ার সার্ভিস এর উপসহকারী পরিচালক আবু আব্দুল্লাহ্ মোহাম্মদ সাইদুল্লাহ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে উক্ত আগুনের সূত্রপাত ঘটে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়