শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুর্মিটোলায় ভর্তি পাঁচজন আইসোলেশনে, নওগাঁয় ভর্তি একজনের শরিরে করোনাভাইরাস পাওয়া যায়নি, জানালো আইইডিসিআর

লাইজুল ইসলাম, শাহীন খন্দকার: [২] রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বিদেশ থেকে দেশে ঢুকা সব যাত্রীদের থার্মাল স্ক্যানার বা হান্ড হেলথ স্ক্যানার দিয়ে চেক করা হয়।

[৩] ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এদের মধ্যে যাদের সন্দেহ হয় তাদের আমরা কুর্মিটোলা বা ঢাকার বাইরে সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকি। বর্তমানে কুর্মিটোলায় ভর্তি থাকা ৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নওগাঁ মেডিকেল কলেজে ভর্তি ব্যক্তির ব্লাড টেস্ট করে করোনাভাইরাস পাওয়া যায়নি।

[৪] ফ্লোরা বলেন, অন অ্যারাইভেল ভিসা ইতমধ্যে বন্ধ করা হয়েছে। এছাড়া চারটি দেশ থেকে স্বাস্থ্য সনদ ছাড়া এদেশে ঢুকতে পারবে না। ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও কুয়েতের যাত্রীরা করোনা মুক্তির মেডিকেল সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।

[৫] বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে সেব্রিনা ফ্লোরা বলেন, আশপাশের দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় কিছুটা থ্রেট আমাদের জন্যও রয়েছে। তাই আমরা কয়েকটি দেশকে অন অ্যারাইভেল ভিসা দিবো না। তাদের এদেশে ঢুকতে হলে সেই দেশে বাংলাদেশ দূতাবাসের স্বাস্থ্য সনদ নিতে হবে।

[৬] আইইডিসিআরের পরিচালক বলেন, একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ অবস্থায় প্রতিদিনই পরিস্থিতি সম্পর্কে আমরা খোঁজ খবর রাখছি। আইইডিসিআরের পক্ষ থেকে গণমাধ্যমকেও অবস্থা জানানো হচ্ছে। যাত্রী যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ।

[৭] তিনি আরো বলেন, দেশে এখনো করোনাভাইরাস ঢুকেনি। তবে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা আছে। দেশবাসীকে দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়