শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিসিটিভি ক্যামেরা ১০৪ টি তার মধ্যে অচল ৭৯টি , সচল করতে কাজ শুরু করেছে সিএমপি

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: [২] অপরাধ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের লক্ষ্যে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে স্থাপন করা হয়েছিল মোট ১০৪টি সিসিটিভি ক্যামেরা। কিন্তু এসব সিসিটিভি ক্যামেরার মধ্যে সচল রয়েছে মাত্র ২৫টি। বাকি ৭৯টি সিসিটিভি ক্যামেরা রয়েছে বন্ধ। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, বন্ধ থাকা এসব সিসিটিভি ক্যামেরা সচল করতে কাজ শুরু করেছে সিএমপি। গত ১ মার্চ প্রস্তুত করা সর্বশেষ তালিকা থেকে সিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

[৩] সিএমপি সূত্রে জানা যায়, নগরের মোট ২৮টি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ের মধ্যে সিসিটিভি ক্যামেরা রয়েছে: ওয়াসা মোড়ে ৩টি, আলমাস মোড়ে ৩টি, কাজীরদেউড়ি মোড়ে ৪টি, নেভাল এভিনিউ মোড়ে ৪টি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে ৩টি, শাহ আমানত মার্কেট মোড়ে ৩টি, দিদার মার্কেট মোড়ে ৩টি, কেয়ারি ইলিশিয়াম মোড়ে ৩টি, মির্জাপুল মোড়ে ৩টি।

[৪] নিউ মার্কেট মোড়ে ৪টি, জিইসি মোড়ে ৪টি, মুরাদপুর মোড়ে ৪টি, আকবরশাহ মোড়ে ৩টি, বহদ্দারহাট মোড়ে ৪টি, চকবাজার মোড়ে ৪টি, দেওয়ানহাট মোড়ে ৪টি, ইস্পাহানি মোড়ে, ৪টি, অলংকার মোড়ে ৪টি, বাদামতলী মোড়ে ৪টি, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় ৮টি, নিমতলী বিশ্বরোড মোড়ে ৩টি, টেরি বাজার মোড়ে ৪টি, ২ নম্বর গেইট মোড়ে ৪টি, নাসিরাবাদ হাউজিংয়ে ২টি, অক্সিজেন মোড় চেকপোস্টে ৩টি, সিটি গেইট চেকপোস্টে ৩টি, মইজ্জারটেক চেকপোস্টে ৩টি ও কোর্ট বিল্ডিংয়ে ৬টি।

[৫] এসব সিসিটিভি ক্যামেরার মধ্যে সচল রয়েছে ওয়াসা মোড়ে ৩টি, নেভাল এভিনিউ মোড়ে ৪টি, শাহ আমানত মার্কেট মোড়ে ৩টি, দিদার মার্কেট মোড়ে ৩টি, কেয়ারি ইলিশিয়াম মোড়ে ৩টি, মির্জাপুল মোড়ে ৩টি ও কোর্ট বিল্ডিংয়ে ৬টি।

[৬] সিসিটিভি ক্যামেরার মধ্যে বন্ধ রয়েছে আলমাস মোড়ে ৩টি, কাজীরদেউড়ি মোড়ে ৪টি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে ৩টি, নিউ মার্কেট মোড়ে ৪টি, জিইসি মোড়ে ৪টি, মুরাদপুর মোড়ে ৪টি, আকবরশাহ মোড়ে ৩টি, বহদ্দারহাট মোড়ে ৪টি, চকবাজার মোড়ে ৪টি, দেওয়ানহাট মোড়ে ৪টি, ইস্পাহানি মোড়ে, ৪টি, অলংকার মোড়ে ৪টি, বাদামতলী মোড়ে ৪টি, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় ৮টি, নিমতলী বিশ্বরোড মোড়ে ৩টি, টেরি বাজার মোড়ে ৪টি, ২ নম্বর গেইট মোড়ে ৪টি, নাসিরাবাদ হাউজিংয়ে ২টি, অক্সিজেন মোড় চেকপোস্টে ৩টি, সিটি গেইট চেকপোস্টে ৩টি, মইজ্জারটেক চেকপোস্টে ৩টি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়