শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান মুখোমুখি আজ

আক্তারুজ্জামান : [২] দেশের ফুটবল ইতিহাসের সেরা দ্বৈরথ এখন আর দেখা যায় না। এক সময় আবাহনী বনাম মোহামেডানের খেলা দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপচে পড়া ভিড় লেগে যেতো। রেষারেষির পর দর্শক-সমর্থকদের মধ্যে শুরু হতো হাতাহাতিও। কিন্তু দেশের ফুটবলাঙ্গনের সে জৌলুস হারিয়ে গেছে। আকর্ষণ হারালেও থামেনি লড়াই, কমেনি প্রতিযোগিতা। বরং প্রতি মৌসুমের মতো এবারও মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় আবাহনী লিমিটেড খেলবে মোহামেডানের বিরুদ্ধে। ফুটবলের ব্যাকরণে যেটার নাম ঢাকা ডার্বি।

[২] লিগে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে আবাহনী ও মোহামেডান। আবাহনী এখনো কোনো ম্যাচ হারেনি। দুটি জয়ের বিপরীতে একটিতে ড্র করে মাঠ ছেড়েছে মারিও লোমেসের শিষ্যরা। ফলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে নাবীব নওয়াজ জীবনরা।

[৩] আর ক্যাসিনোকাণ্ডের ধকল সামলে ঘুরে দাঁড়িয়ে আবার মাঠের লড়াইয়ে মন দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইংল্যান্ড থেকে কোচ শন লেনকে এনে মৌসুমের প্রথম থেকেই শক্তিশালী ফুটবল খেলছে মতিঝিলের দলটি। টুর্নামেন্টে তিনটি ম্যাচের দুটিতে জয় পেলেও সাইফের কাছে হেরে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে।

[৪] আজকের ম্যাচের ফলাফল পয়েন্ট টেবিলে একটু প্রভাব ফেলবে। শীর্ষে থাকা সাইফের পয়েন্ট ১০। আবাহনী জিতলে সাইফের পাশে নাম লেখাবে। অন্যদিকে মোহামেডান জিতলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠবে। আর ড্র হলে ব্যবধান একই থাকবে। ম্যাচটি দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগের মতো দর্শকদের ঢল নামবে না ঠিকই। কিন্তু খোঁজ রাখতে অনলাইনে ঢুঁ মারেন অনেকেই।

[৫] গত মৌসুমের শেষ ম্যাচে আবাহনীকে শেষবারের মতো হারিয়েছিলো মোহামেডান। আজ হয়তো সেটার প্রতিশোধই নিতে চাইবে আকাশী-হলুদরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়