শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসের কারণে ইরানে আন্তর্জাতিক কোরআন প্রদর্শনী স্থগিত

ইসমাঈল আযহার: [২] ইরানের রাজধানী তেহরাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে আন্তর্জাতিক পবিত্র কোরআনের প্রদর্শনী স্থগিত করা হয়েছে। ইকনা আরবি, আল ইয়াউম,আইএসএনএ

[৩] পূর্বের বছরগুলোতে ইরানে রমজান মাসে পবিত্র কোরআনের আন্তর্জাতিক প্রদর্শনীটি অনুষ্ঠিত হতো। দেশটিতে করোনা ভাইরাস ভয়াবহ রুপ নেওয়ায় এবছর সেই তারিখ পিছিয়ে দেওয়া হল। আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজক কমিটির সঙ্গে সম্পৃক্ত সংগঠন ‘তেহরান আন্তর্জাতিক বইমেলা’ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

[৪] তবে এবিষয়ে আন্তর্জাতিক কোরআন ২৮তম প্রদর্শনীর নির্বাহী কর্মকর্তা ‘মুরতাদা খিদকাশীর’ বলেছেন, তিনি চলতি সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। ইরানের সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি।

[৫]ভাইরাসের সংক্রমণ ও বিস্তৃতি ঠেকাতে বিভিন্ন কারাগারে বন্দি ৫৪ হাজারেরও বেশি কয়েদিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেইন ইসমাইলি বলেছেন, যে কয়েদিদের দেহে কভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যাবে না, কেবল তাদেরই জামিন দেওয়া হবে। তবে যেসব বন্দির সাজার মেয়াদ ৫ বছরের বেশি, তাদের মুক্তি দেওয়া হচ্ছে না বলেও নিশ্চিত করেছেন তিনি।

[৬]এদিকে মঙ্গলবার তেহরানে ডেপুটি স্পিকার আব্দুল রেজা মিসরি সাংবাদিকদের তিনি বলেছেন, ‘মজলিস’ বা পার্লামেন্টের ২৯০ সদস্যের মধ্যে ২৩ জনের এই ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। যা ইরানের পার্লামেন্ট সদস্যদের ৮ শতাংশ।

[৭]এদিকে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় ইরান থেকে সমস্ত নাগরিককে সরিয়ে নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

[৮] এখন পর্য্ন্ত ইরানে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭৭ জন নিহত হয়েছেন এবং দুই হাজার ৩৩৬ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়