শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলায় আগুনে পুড়ে ২০টি দোকান ভস্মীভূত, দেড় কোটি টাকা ক্ষয়-ক্ষতি

মনিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : [২] ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২০টি দোকান ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত এমন দাবী স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের।

[৩] বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার খোরশেদ আলম স্থানীয় ইউপি মেম্বার রফিকুল ইসলামের বরাত দিয়ে জানান, স্থানীয় বড় মানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেঘনার তীরবর্তী এলাকায় শেল্টার বাজারটি অবস্থিত। মাছ নির্ভর বড় এই বাজারের কামালের হোটেল থেকে আগুনের সূত্রপাত।

[৪] কামাল তার দোকানের চুলার উপর রাতে লাকড়ি শুকাতে দেয়। এতে প্রথমে লাকড়িতে আগুন ধরে। পরে পাশ্ববর্তী দোকানের গ্যাস সিলিন্ডারে আগুন লেগে সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পরে ২০টি দোকান ভস্মীভূত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ঘন্টার বেশী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।

[৫] দ্র্ঘূটনার সংবাদ শুনে রাতেই বোরহানউদ্দিন উপজেলা আ’লীগ সভাপতি ও সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, স্থানীয় থানার অফিসার ইনচার্জ মু,এনামূল হক ওই স্থানে ছুটে যান। জসিম উদ্দিন হায়দার জানান, বাজারের ১৫টি বড় দোকান এবং ছোট ১০ মিলিয়ে মোট ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

[৬] ক্ষতিগ্রস্তরা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋন নিয়ে আমরা ব্যবসা করছি। আগুনে পুড়ে আমাদের সব শেষ হয়ে গেছে। ছেলে মেয়ে নিয়ে এখন পথে বসার উপক্রম হয়েছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়