শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মা সেতুর মেগা প্রকল্পে কর্মরত চীনাদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, প্রকল্প পরিচালক

আসিফ কাজল : [২] বুধবার কেরানীগঞ্জের জাজিরায় সংবাদ সম্মেলনে চায়না রেলওয়ে গ্রুপ এর প্রকল্প পরিচালক ওয়াং কুন এ তথ্য জানান।

৩] তিনি বলেন, চীনের হুবেই প্রদেশে যেসব কর্মকর্তা ছুটি কাটাতে গিয়েছেন সেসব কর্মকর্তাগণকে বাংলাদেশে ফিরে আসার নিষেধাজ্ঞা রয়েছে। যারা অনুমতি পাচ্ছেন তাদেরকে দু’সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এছাড়া, করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রতিদিন কর্মকর্তাদের শারিরীক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। থার্মোমিটার, মেডিকেল মাস্কসহ করোনা ভাকইরাস প্রতিরোধে বুড়িগঙ্গা নদীর তীরে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়েছে।

৪] ওয়াং কুন বলেন, এ ভাইরাসের কারণে কিছু কর্মকর্তার এপাডেমিক সেন্টার ছাড়ার অনুমতি নেই। যে কারণে পদ্মা রেল সংযোগ মেগা প্রকল্প বাস্তবায়ন ব্যহত হচ্ছে। তবে কর্মকর্তাদের বার্ষিক ছুটি বাতিল ও সাপ্তাহিক ছুটির দিনে কাজ পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

৫] তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়া, ইতালিতে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে। চীন ছাড়াও এসব দেশ থেকে মানুষ আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে গুরুত্বর সঙ্গে বিবেচনার প্রস্তান দেয়া হয়।

৬] সংবাদ সম্মেলনে পদ্মা সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ৩৯টির কাজ সম্পন্ন ও ৪১টি ২৫টি স্প্যান উঠেছে। যা মোট প্রকল্পের ৮৫ দশমিক ৬৫ শতাংশ দৃশ্যমান বলে জানানো হয়। পদ্মা সেতুর উপর রেলপথ নির্মাণে ১১ দশমিক ৩ শতাংশ অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। রেলপথ নির্মাণের কাজ আগামী বছর শেষ হবে বলে জানানো হয়।

৭] সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, রেলওয়ে মহাপরিচালক শামছুজ্জান, চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সিলর লিউ ঝেনহুয়া, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এ চীনা ঠিকাদারগণসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়