শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাইফউদ্দিন বাংলাদেশ দলের গ্রেট অ্যাসেট, একযুগ ধরে সার্ভিস দিতে পারবে, বললেন মাশরাফি

রাকিব উদ্দীন : [২] দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই ৩ উইকেটের পাশাপাশি ভালো রানও সংগ্রহ করেন অলরাউন্ডার সাইফউদ্দীন। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরির কারনে খেলা হয়নি তার। তবে এ পেসারের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি মনে করেন সাইফউদ্দীন বাংলাদেশের জন্য একটি গ্রেট এসেট, একযুগ ধরে সার্ভিস দিতে পারবেন তিনি।

[৩] মাশরাফি বলেন, ‘একজন সাকিব পেতেও তো আমাদের অনেক সময় লাগছে। একজন পেস বোলিং অলরাউন্ডার অনেকদিন ধরেই খুঁজছে। আমার কাছে এখনো মনে হয়, সাইফউদ্দিন এই দলের জন্য গ্রেট এসেট এবং পটেনশিয়াল, যাকে আমি চিন্তা করি ১০-১১-১২ বছর বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিবে।’

[৪] আর তাই তরুণ ক্রিকেটারের চোট নিয়ে মাশরাফির বাড়তি সতর্কতা। তিনি বলেন, ‘আজকে ও খেলেনি কারণ পিঠের চোট থেকে এসেছে। এটা এমন একটা জিনিস- কোনো কারণে চোট আবার ফিরে আসলে দেড়-দুই বছরের জন্য নিষ্ক্রিয় করে ফেলবে। সাইফউদ্দিনকে খুব সাবধানে দেখাশোনা করতে হবে। তাই মনে করি তাকে বিশ্রামে রাখা ভালো সিদ্ধান্ত। যদি আজকে হারতাম তাও এটা বলতাম।’

[৫] মাশরাফি আরও বলেন, ‘ডেথ বোলিংয়ে সাইফউদ্দিন অবশ্যই স্পেশাল এবং কার্যকরী। সাইফউদ্দিন হয়ত ওর জায়গায় আজ আরও খারাপ করতে পারত। তবে সাইফউদ্দিন ডেথ বোলিংয়ে সবসময়ই স্পেশাল।’

[৬] নতুন পেস বোলিং অলরাউন্ডের তুলে আনার বিষয়ে তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯, এইচপি দল থেকে অনেকে আসছে। রাতারাতি কিছু করতে পারবেন না। একটা ভালো ভিত্তি তৈরি করে যদি ভালো খেলোয়াড় পাওয়া যায়, ওদের লম্বা সময় ধরে গাইডেন্স করতে হবে। শান্ত-সাইফউদ্দিনের পেছনে কিন্তু বোর্ডের অনেক অবদান আছে। এরকম আস্তে আস্তে আসবে। একজন পেস বোলিং অলরাউন্ডার পাওয়া গেছে- ওকে দেখে হয়ত আরও তরুণরা প্রস্তুত হবে। এটাই নিয়ম আসলে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়