শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৪:২৭ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের মধ্যপ্রদেশে কমলনাথের সরকারকে ফেলে দিতে ৮ বিধায়ককে হোটেলে বন্দি করেছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের

[২] আটক বিধায়কদের চারজন কংগ্রেসের, দুজন বহুজন সমাজ পার্টির, একজন সমাদবাদী পার্টির ও আর একজন নির্দলীয় বিধায়ক। মাঝরাতে আচমকা নাটকীয়ভাবে সংকট এসে দাঁড়ায় ভারতের মধ্যপ্রদেশ সরকারের সামনে। ৮ বিধায়ককে গুরুগ্রামের একটি বিলাসবহুল হোটেলে নিয়ে গিয়ে আটকে রাখার পর তাদের ফেরাতে রাতেই শুরু হয়ে যায় তৎপরতা।

[৩] সরকার ফেলে দেওয়ার প্রচেষ্টা চলছে বলে মনে করছে কংগ্রেস। কংগ্রেস নেতা তথা রাজ্যের অর্থমন্ত্রী তরুণ ভানোটের অভিযোগ, ৮ বিধায়ককে গুরুগ্রামের বিলাসবহুল হোটেলে আটকে রেখেছে বিজেপি। তাদের কারও সঙ্গে কংগ্রেসের মন্ত্রীদের দেখা করতে দেওয়া হচ্ছে না। হরিয়ানা পুলিশের সাহায্য নিয়ে ওই বিধায়কদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তার।

[৪] মঙ্গলবার রাত ২টায় কংগ্রেস নেতা দিগি¦জয় সিং-এর ছেলে জয়বর্ধন সিং জানান, হোটেলের ৬ বিধায়কের সঙ্গে কথা বলতে পেরেছে কংগ্রেস। বাকিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। হোটেলের বাইরে বিজেপি নেতা নরোত্তম মিশ্রকেও দেখা গিয়েছে বলে দাবি করেন জয়বর্ধন।

[৫] বুধবার ভোরে দিগ্বিজয় সিং জানান, আমরা যখনই এটা জানতে পারি, তখনই ঘটনাস্থলে যায় জিতু পটওয়ারি ও জয়বর্ধন। যাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, তারা আমার কাছে ফিরে আসতে রাজি আছেন। বিসাহুলাল সিং ও রামাবাইয়ের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পেরেছি। বিজেপি আটকানোর চেষ্টা করলেও রামাবাই ফিরে এসেছেন।

[৬] জিতু পটওয়ারি জানান, ষড়যন্ত্র করে, জোর করে আট বিধায়ককে হরিয়ানার হোটেলে নিয়ে যান শীর্ষ বিজেপি নেতারা। তাদের মধ্যে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্র, ভূপেন্দ্র সিং ও রামপাল সিং। বিধায়করা জানিয়েছেন, তাদের জোর করে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে।
'
[৭] প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে, জিতু ও জয়বর্ধনের সঙ্গে হোটেল থেকে ফিরছেন বিএসটি বিধায়ক রামাবাই পরিহার। গত ডিসেম্বরে তাকে দল থেকে সাসপেন্ড করেছিলেন মায়াবতী। জিতুর দাবি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। খুব শিগগিরই তারা সাংবাদিক সম্মেলন করবেন বলে জানিয়েছেন। এইসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়