শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধ্যপ্রদেশে কমলনাথের কংগ্রেস সরকার বিপাকে, ৮ এমএলএ হরিয়ানার হোটেলে বিজেপির হাতে আটক

সালেহ্ বিপ্লব : [২] কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং আগেই অভিযোগ করেছিলেন, তাদের এমপিদের কিনে নিতে চাইছে মোদির বিজেপি। কংগ্রেসশাসিত রাজ্যসরকারকে অস্থিতিশীল করতেই এই চক্রান্ত বলে দাবি করেন তিনি। এনডিটিভি

[৩] জানা গেছে, ওই আট এমএলএ’র মধ্যে কংগ্রেসের চারজন, বাকিরা স্বতন্ত্র হলেও কংগ্রেস সরকারকে সমর্থন দিচ্ছেন। বিজেপির সাবেক মন্ত্রী এই আট জনকে হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের আইসিটি হোটেলে বন্দি করে রেখেছেন বলে অভিযোগে প্রকাশ।

[৪] মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী তরুণ ভানত জানান, তাদের দলের এমএলএ, সাবেক মন্ত্রী বিশাহুলাল সিং ফোনে জানিয়েছেন, তাদেরকে ওই হোটেল থেকে বের হতে দেয়া হচ্ছে না।

[৫] ফোন পেয়ে রাজ্যসরকারের দুই মন্ত্রী জয়বর্ধন সিং ও জিতু পাটওয়ারী ওই হোটেলে যান। কিন্তু তাদের হোটেলে প্রবেশ করতে দেয়া হয়নি।

[৬] এ ব্যাপারে তরুণ ভানত বলেন, হরিয়ানা রাজ্য বিজেপিশাসিত। তাই পুলিশের উপস্থিতিতেই ওই হোটেলে কংগ্রেসের দুই মন্ত্রীর প্রবেশে বাধা দিয়েছে মধ্যপ্রদেশের এমএলএ ও সাবেক বিজেপি মন্ত্রী নরোত্তম মিশ্র।

[৭] কংগ্রেসের অভিযোগ, এই নরোত্তম মিশ্র এবং মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কংগ্রেসের এমএলএদের কিনে নেয়ার চেষ্টা করছেন। এ জন্য ২০ থেকে ২৫ কোটি টাকা অফার করা হয়েছে বলেও উল্লেখ করেন সিনিয়র কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়