শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আবেদন মোদি’র

বাংলাদেশ প্রতিদিন : [২]বিশ্বজুড়ে প্রায় মহামারীর আকার নিয়েছে নভেল করোনাভাইরাস। চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি, ইরানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার।

[৩]ভারতে এখনো পর্যন্ত বেশ কয়েকজনের শরীরে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে গত সোমবার ইতালি ও দুবাই থেকে আসা দুই ভারতীয়র শরীরে করোনাভাইরাস পাওয়ার খবর সামনে আসতেই আতঙ্ক আরও দ্বিগুন আকার নিয়েছে।

[৪]এমন এক পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার ( ৩ মার্চ) করোনাভাইরাস নিয়ে দেশবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একের পর এক টুইট বার্তায় করোনাভাইরাস প্রসঙ্গে ভারতবাসীকে সচেতন করে মোদি লেখেন, আতঙ্কের কোন কারণ নেই। নিজেদের সুরক্ষার জন্য ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আমাদের একযোগে করতে হবে।
[৫]টুইট করে তিনি আরও জানান, করোনাভাইরাস রোধে এর প্রস্তুতি নিয়ে একটি বিশদ পর্যালোচনা হয়েছে। বিদেশ থেকে আগত ব্যক্তিদের পরীক্ষা ও করোনায় আক্রান্ত হলে তাদের চিকিৎসায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রনালয় ও রাজ্য সরকারগুলো একত্রে কাজ করছে।

[৬]এর পাশাপাশি মারণ এই ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে দূরে রাখতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি ট্যুইট করেন মোদি। যেখানে বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে- করোনা থেকে বাঁচতে বারবার নিজের হাত ধৌত করবেন। রাস্তাঘাটে বের হলে মানুষজনের সঙ্গে দূরত্ব বজায় রাখবেন। নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না। নাক মুখ যতটা সম্ভব ঢেকে বাইরে বের হবেন। হাঁচি বা কাশি হলে টিস্যু ব্যবহার করবেন। জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়