শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর কোনো হত্যা নয়, একফোঁটা রক্তও নয় আর, বন্ধ হোক মুসলিম হত্যা ফিরে আসুক আমাদের মানবিক সম্প্রীতি

 

শর্মী ভৌমিক: আপনার প্রোফাইল ঘাঁটলেই মানুষ বোঝে যাবে আপনি কতোটা সাম্প্রদায়িক। আপনার ভাষাই বলে দেয় আপনি কোন শ্রেণির মানুষ। মানুষের পেছনে লেগে থাকুন, অনেক উপরে উঠতে পারবেন। মিথ্যা বলা কারও কারও স্বভাব হতে পারে, আমার নয়। মানুষের অধিকারের জন্য আমি শুধু দ্বিমুখী কেন বহুমুখী হবো। আমি শুধু হিন্দুর জন্য বলবো কেন? কেন শুধু মুসলমানের জন্য বলবো? কেন বৌদ্ধের জন্য বলবো না? কেন বলবো না খ্রিস্টান বা ইহুদির জন্য? তারা কী মানুষ নয়? কেউ হয়তো আপনার শত্রু, আমার শত্রু নয় কিন্তু। সচেতন মানুষ হিসেবে আমি সব মানুষের জন্যই কথা বলবো। এতে আমাকে দ্বিমুখী, ত্রিমুখী কিংবা চতুর্মুখী, যাই-ই বলেন না কেন। আপনার সাম্প্রদায়িক মন আমাকে পরিমাপ করার যোগ্যতা রাখে না, এ আমি ভালো করেই জেনে গেছি।

ভারতের দাঙ্গা আর বাংলাদেশের হিন্দু নির্যাতনের তুলনা করিনি আমি। সময় সময় এ দু’দেশে যেসব দাঙ্গাগুলো হয় সেগুলোর সাদৃশ্য সম্পর্কে বলেছি। আপনি হয়তো ভুল বুঝেছেন কিংবা ইচ্ছা করেই আমার সঙ্গে শত্রুতা করেছেন। সাদৃশ্য এবং তুলনার অর্থ আপনাকে ঠিকঠাক বুঝতে হবে। অসংখ্যবার এ দেশে হিন্দু নির্যাতন হয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান নির্যাতন হয়েছে। চোখ, কান খোলা রাখলে এগুলো সম্পর্কে জানা যায়। আর যদি ইচ্ছা করে চোখ, কান বন্ধ করে রাখেন তাহলে জানবেন কী করে। রাষ্ট্রীয় মদদে হোক আর কোনো গোষ্ঠীর মদদে হোক, নির্যাতন তো বহুবারই হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে ঐতিহাসিক নির্যাতন হয়েছে হিন্দুদের উপর। এগুলো আপনি অস্বীকার করেন কী করে।

আমার বক্তব্য সেটা নয়, শুধু বলবো সাম্প্রদায়িকতা থেকে পারলে বেরিয়ে আসুন, আমাকে সাম্প্রদায়িক বা জঙ্গি বলার চেষ্টা করবেন না। ভারতে যা হচ্ছে তা সমগ্র পৃথিবী দেখছে, জানছে। সব দেশের অত্যাচার সম্পর্কেই সমগ্র পৃথিবীর জানা দরকার। মোদী সরকার দোষী হলে আমি তাকে নিশ্চয়ই চুমা দেবো না। সাম্প্রদায়িকতাকে আমি মনেপ্রাণে ঘৃণা করি। অনেক বড় বড় মানুষকে আমি চিনি, যারা আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। আপনার সংকীর্ণতা আমাকে স্পর্শও করবে না। আমি মানুষকে ভালোবাসি। কোনো মুসলিম আমার শত্রু নয়, অন্তত আমি তা মনে করি না। ধর্ম বর্ণ নির্বিশেষে আমি একজন মানুষ। বন্ধ হোক এ সব সাম্প্রদায়িক দাঙ্গা। আর কোনো হত্যা নয়, একফোঁটা রক্তও নয় আর। বন্ধ হোক মুসলিম হত্যা, ফিরে আসুক আমাদের মানবিক সম্প্রীতি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়