শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চোখে ট্যাটু করাতে গিয়ে চিরতরে অন্ধ হলেন মডেল

ইত্তেফাক :[২] শরীরের বিভিন্ন অংশে নানা দৃশ্য, ফুল, আল্পনা বা কোনো চিহ্ন আঁকতে দেখা যায় অনেককে।

বিশেষকরে শোবিজ তারকা, র‌্যাম্প মডেলরা শরীরে এমন ট্যাটু বা উল্কি আঁকাকে হালের ফ্যাশনে পরিণত করেছেন।

তাদের কেউ কেউ শরীরের স্পর্শকাতর জায়গায়ও এ ট্যাটু তৈরি করেন। তেমনি মূল্যবান ও নাজুক অঙ্গ চোখে ট্যাটু করাতে গিয়ে চিরতরের জন্য দৃষ্টি হারিয়েছেন ২৫ বছর বয়সী এক মডেল।

[৩]সম্প্রতি ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ পোল্যান্ডের রোকলায়। ভুক্তোভোগী ওই মডেলের নাম - আলেকজান্দ্রা স্যাডোওস্কা।

[৪]ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পোল্যান্ডের র‌্যাপার পোপেককে বেশ অনুসরণ করেন মডেল আলেকজান্দ্রা স্যাডোওস্কা। ওই র‌্যাপারের মতো লুক পেতে তিনিও চোখের ভেতরে ট্যাটু করাতে আগ্রহী হন। ট্যাটুচির নাম - আইবল বা স্ক্লেরাল ট্যাটু। এতে চোখের সাদা অংশটি কালো রঙ দিয়ে ট্যাটু করানো হয়।

[৫]ওই ট্যাটুটি করাতে পিয়োটার নামে স্থানীয় এক ট্যাটু শিল্পীর দারস্থ হন আলেকজান্দ্রা। কথামতো পিয়োটার তার চোখের ভেতরে ট্যাটু করে দেন। প্রথম দিকে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলে পিয়েটার তাকে জানায়, বিষয়টি স্বাভাবিক এবং পেইন কিলার খেলেই ব্যথা উপশম হবে। কিন্তু তা না হয়ে, চোখে অন্ধকার দেখা শুরু করেন আলেকজান্দ্রা। সেই অন্ধকার জগত ছেড়ে আর আলোর জগতে ফেরা হয়নি আলেকজান্দ্রার। চিরতরে অন্ধ হয়ে যান তিনি।

এ বিষয়ে আলেকজান্দ্রার চিকিৎসকরা জানিয়েছেন, ট্যাটু আঁকতে গিয়ে শিল্পী আলেকজান্দ্রার চোখের মণিতে আঘাত করে ফেলে। এ ছাড়া ওই ট্যাটু করতে যে কালি ব্যবহার করা হয় তা সরাসরি আলেকজান্দ্রার রেটিনার সংস্পর্শে আসে। এতে তিনি দৃষ্টি শক্তি হারান।

[৬]আলেকজান্দ্রা ডেইলি মেইলকে জানিয়েছেন, দুর্ভাগ্য মেনে নেয়া ছাড়া আর কিছুই করার নেই। চিকিত্সকরা আমার দৃষ্টির উন্নতির জন্য খুব একটা আশাবাদী নন। ক্ষতিটা খুব গভীর এবং ব্যাপক। আমি আশঙ্কা করছি আমি সম্পূর্ণ অন্ধ হয়ে যাব।

ট্যাটুশিল্পী পিয়োটারের বিরুদ্ধে মামলা করেছেন আলেকজান্দ্রা। এতে ওই ট্যাটুশিল্পীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়