শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাপিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি কিছু গণমাধ্যমে ভুল তথ্য দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

সুজন কৈরী : [২] মঙ্গলবার রাতে ডিএমপির ডিসি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মো. মাসুদুর রহমান সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর ও শেরে বাংলা নগর থানায় দায়ের হওয়া তিন মামলায় শামীমা নুর পাপিয়া, তার স্বামী সুমন, সহযোগী সাব্বির খন্দকার এবং ত্যাইবা নুরদের ডিবি হেফাজতে নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সেইসঙ্গে সংশ্লিষ্ট প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সমস্ত বিষয় এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়া হয়নি। কিন্তু উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি কিছু কিছু গণমাধ্যমে তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করে বিভিন্ন তথ্য, তদন্তে প্রাপ্ত কথিত তথ্য হিসেবে বিভিন্ন ব্যক্তির নাম ও পরিচয় প্রচার ও প্রকাশ করছে। যার সঙ্গে তদন্ত সংশ্লিষ্টদের সম্পৃক্ততা নেই বা তদন্তে প্রাপ্ত তথ্যের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই।

[৩] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্তাধীন মামলার বিষয়ে রিমান্ডে থাকা অভিযুক্তদের সম্পর্কে মনগড়া তথ্য প্রচারের ফলে তদন্তকারী কর্মকর্তার ওপর মনস্তাত্বিক ও সামাজিক চাপ তৈরী হয়। যার ফলে বস্তুনিষ্ঠ তদন্ত ব্যাহত ও বাধাঁগ্রস্থ হতে পারে। ডিএমপি সংশ্লিষ্ট সকলকে পেশাদারী ও দায়িত্বশীল আচরনের জন্য অনুরোধ জানাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়