শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ ও অস্ত্রবাজদের কোন স্থান নেই খুলনা রেঞ্জের ডি আই জি

নিজস্ব প্রতিবেদক: [২] খুলনা রেঞ্জের ডি আই জি ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, দেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ ও অস্ত্রবাজদের কোন স্থান নেই। হরতাল অবরোধের মতো দেশ থেকে চিরতরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ ও অস্ত্রবাজদের চিরতরে উচ্ছেদ করা হবে। মানুষের বেঁচে থাকার জন্য শরীরে যেমন অক্্িরজেনের প্রয়োজন তেমনি নিরবিচ্ছিন্ন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য নিরাপত্তার সাথে ভাল ভাবে বেঁচে থাকার জন্য জনগনকে কমিউনিটির মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

[৩] মঙ্গলবার বিকেলে যশোর টাউন হলময়দানে কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশে তিনি প্রধান অতিথিরি বক্তব্যে এ কথা বলেন।
জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক আলী আকবরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ানম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা প্রশাসক মোহম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মোহম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি মহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রিন্টু, ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব জে এম ইকবাল হোসেন।

[৪] প্রধান অতিথি বলেন, ৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করেছিলেন। তার স্বপ্ন ছিলো বাংলাদেশকে সুখি সমৃদ্ধশালি একটি দেশ হিসেবে গড়ে তোলার। কিন্তু ৭৫’ সালের ১৫ আগস্ট দেশি, বিদেশি ষড়যন্ত্রকারিরা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করেছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের প্রধান মন্ত্রী নির্বাচিত হন। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের জন্য কাজ করতে যেয়ে তিনি ২১ আগষ্ট গ্রেনেড হামলার শিকার হন। আল্লাহ তাকে প্রানে বাঁচিয়েছেন। প্রধান মন্ত্রীর স্বপ্ন আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে চায়। এজন্য সমাজ থেকে মাদক, সন্ত্রস, চাঁদাবাজ, ও জঙ্গিবাদ নির্মুল করতে হবে।
ডি আই জি মহিদ উদ্দিন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গদফাদারদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন মাদক বিক্রেতা সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গিবাজ ও ম্যাসেলম্যানদের আশ্রয় প্রশ্রয় দেবেন না। দেশের উন্নয়নের স্বার্থে আমরা কাউকে ছাড় দেবো না। তার পরিচয় যাই হোক। কারণ রাষ্ট্রের চেয়ে আপনার শক্তি বেশি নয়।

[৫] তিনি বলেন, ১০/১২ বছরে সারা বিশ্বকে জানান দিয়েছে বাংলাদেশ। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০২১ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করা হবে। পৃথিবীর ২৬তম ভারি উন্নয়নশীল দেশে পরিনত করা হবে। আর ২০৪১ সালে উন্নয়নশীল দেশে পরিণত করা হবে। এজন্য মাদক, সন্ত্রস, চাঁদাবাজ, অস্ত্রবাজদের পাশাপাশি দুর্নীতিবাজদের প্রতিও নজর রাখা হচ্ছে।

[৬] সমাবেশ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, অবৈধভাবে টাকা আয়ের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেন। অবৈধ ভাবে টাকা আয় করে কেউ পার পাবেন না। কারণ আগামিতে অবৈধ টাকা আয়কারি দুর্নীতিবাজরা কোন ভাবেই কাউকে ম্যানেজ করতে পারবেন না। টাকা লুকিয়ে রাখার জায়গা পাবেন না। বাঁচতে হলে অবৈধ সব টাকা ফেলে দিতে হবে।

[৭] বিশেষ অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহম্মদ শফিউল আরিফ বলেন, পুলিশের কাজ দুইটি। একটি অপরাধ সংগঠনের আগে সেটা প্রতিহত করা হয়। দ্বিতীয়ত অপরাধ সংগঠনের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া। তাই অপরাধ সংগঠনের আগে পুলিশকে সঠিক তথ্য দেয়া। যাতে পুলিশ অপরাধ দমন করতে পারে। দেশের জনসংখ্যার তুলনায় পুলিশ অপ্রতুল। উন্নয়নশীল দেশে কমিউনিটির পক্ষ থেকে পুলিশকে সহযোগিতা করা হয়। তাই সুখি সমৃদ্ধিশালি দেশ গড়তে হলে জনগনকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা। তা না হলে উন্নয়নশীল দেশ গড়া সম্ভব নয়।

বিশেষ অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মোহম্মদ আশরাফ হোসেন বলেন, জেলা পুলিশ ৫ টি লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এ গুলি হচ্ছে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ও জঙ্গিবাদ নির্মুল এবং মামলার সঠিক তদন্ত করা। এসব কাজের জন্য জনগনকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। যশোর এর বাইরে নয়। আইনশৃংখলা নিয়ন্ত্রনে না থাকলে কোন উন্নয়নই সম্ভব নয়। তাই দেশের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে কাউকে ছাড় দেয়া হবে না। সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ ও মাদক বিক্রেতাদের মাটিতে পুতে ফেলা হবে।

এর আগে কোতয়ালি থানার সামনে থেকে বিশাল র‌্যালি নিয়ে টাউন হল মাঠের মহাসমাবেশে যোগ দেয়া হয়। র‌্যালির ব্যানারে লেখা ছিলো মুজি বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। মহাসমাবেশ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের স্মারক ক্রেস্ট উপহার দেয়া হয়। শেষে একই মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়