শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর ফেরত যুবকের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি

নওগাঁ প্রতিনিধি: [২] মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে গুজবে কান না দিতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সচেতনামুলক প্রচার করা হচ্ছে।

[৩] নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মুমিনুক হক বলেন, রাত ৮টা ২০ মিনিটে রিপোর্ট হাতে পেয়েছি, রোগীর শরীরে কোন ধরনের করোনার উপসর্গ পাওয়া যায়নি। মুলত আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি জ্বরে আক্রান্ত হয়েছিল। সন্ধ্যার পর থেকে রোগী অনেকটা সুস্থতা বোধ করছে।

[৪] নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) থেকে রিপোর্ট পাওয়া গেছে। সেখানে করোনার কোন উপসর্গ নাই। আতঙ্কিত হওয়ার কিছু নাই।

[৫] উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ফেরত ওই যুবককে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। এরপর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। রাতেই তার নমুনা সংগ্রহ করে রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল।

ওই যুবকের পরিবার সূত্রে জানা যায়, গত চার বছর থেকে সিঙ্গাপুরে পড়াশুনার পাশাপাশি শ্রমিকের কাজ করতেন তিনি। এর মধ্যে একবার গ্রামে এসেছিলেন। দেড় বছর পর গত শুক্রবার আবার দেশে আসেন। গত দুইদিন তিনি সুস্থ ছিলেন। হঠাৎ করে রোববার রাত থেকে জ্বর, সর্দি ও মাথাব্যথা শুরু হয়। সোমবার বিকেলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে দেখানো হলে নওগাঁতে আসতে বলেন। পরে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়