আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি: [২] মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আলমগীর কবীর তাদের এই সাজা দেন।
[৩] বগুড়ার মহাস্থানে শিবগঞ্জ উপজেলার কথিত আবাসিক হোটেলের নামে অসামাজিক কার্যকলাপের অভিযানে ৪ নারীসহ ৭ জনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রামাম্যণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার গাবতলী উপজেলার চককাগইল গ্রামের তাজুল ইসলাম (২৫), শাজাহান আলী (৩৫), শাহাবাজপুর গ্রামের শাকিল আহম্মেদ বখতিয়ার (২৫), নন্দীগ্রামের সানজিতা ইয়াসমিন (২৮), পটুয়াখালীর সীমা বেগম (২৫), বাগেরহাটের নিলুফা ইয়াসমিন রিয়া (৩০) ও সিলেটের আনিছা আক্তার মীম (২৪)।
[৪] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী