শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস আতঙ্কে আরও ৪ দেশের ভিসা বাতিল করলো ভারত

অনলাইন ডেস্ক : [২] আজ মঙ্গলবার ‘দ্য ইন্ডিয়ান ব্যুরো অব ইমিগ্রেশন’ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’।

[৩] কোভিড -১৯ আতঙ্কে মোট পাঁচ দেশের নাগরিকদের ভিসা বাতিল করার ঘোষণা দিয়েছে ভারত। আজ পর্যন্ত ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের ইস্যুকৃত সব ভিসা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া চীনা নাগরিকদের ভিসা প্রদান আগেই স্থগিত করেছিল ভারত।

[৪] ওই সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারির আগে ও পরে যেসব বিদেশি নাগরিক উল্লেখিত পাঁচ দেশে ভ্রমণ করেছে তাদের ক্ষেত্রে একই পদক্ষেপ গ্রহণ করা হবে। চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, ইতালি, হংকং, ম্যাকাও, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং তাইওয়ান থেকে কোনো যাত্রী জরুরি প্রয়োজনে ভারতে আসতে চাইলে নিকটবর্তী ‘ইন্ডিয়ান অ্যাম্বাসি’ থেকে নতুন করে ভিসা ইস্যু করতে হবে। এছাড়াও বন্দর থেকে দেওয়া মেডিকেল ছাড়পত্র নিয়ে ভারতে প্রবেশ করতে হবে।

[৫] তবে কূটনীতিক, ওসিআই কার্ডধারী, বিমান কর্মকর্তা, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা বন্দরে থাকা মেডিকেল স্ক্রিনিংয়ের পরেই ভারতে প্রবেশের অনুমতি পাবে।

[৬] এছাড়াও এই সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিকদের করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং চীন, ইরান, দক্ষিণ কোরিয়া এবং ইতালি ভ্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়