শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে তৌহিদী জনতার বিক্ষোভ , নরেন্দ্র মেদীর কুশপুতুল দাহ

খোকন আহম্মদ , বরিশাল প্রতিনিধি: [২] ভারতে মুসলমানদের ওপর বর্বর নির্যাতন, গণহত্যা, ঘর-বাড়ি, মসজিদ-মাদ্রাসা ও পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং বাংলাদেশে নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় আমন্ত্রন বাতিলের দাবিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়েছে। বরিশালের সর্বস্তরের ওলামা-মাশায়েক ও তৌহিদী জনতার ব্যানারে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।

[৩] নগরীর বাজার রোডের জামিয়া আরাবিয়া খাজা মঈন উদ্দিন চিশতী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে বিক্ষোভ সভায় বক্তরা বলেন, মুসলিম হত্যাকারী সন্ত্রাসী গুজরাটের কসাই মোদিকে বাংলার মাটিতে সংবর্ধনা দেয়া হলে এদেশের ওলামা মাশায়েক ও তৌহিদী জনতা মুসলিম সমাজ বুকের রক্ত দিয়ে মোদির আগমন প্রতিহত করবে। তারা আরও বলেন, দেশের মুসলিম সমাজ যদি একবার জেগে উঠে তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন তারা কিন্তু মুসলমাদের প্রতিহত করতে পারবেন না। তাই মোদিকে সংবর্ধনা দেয়া থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি বক্তারা আহবান করেন। পাশাপাশি জাতীয় সংসদে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রস্তাব পাশ করার আহবান করেন।

[৪] বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ওবাইদুর রহমান, মহানগর ইমাম সমিতি সভাপতি কাজী আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা সামসুল আলম, মুফতী সাব্বির আহম্মেদ, মাওলানা আহম্মদ আলী কাসেমী, মাওলানা রুহুল আমীন, রফিকুল ইসলাম, আব্দুল খালেক পীর সাহেব হরিণাফুলিয়া, তৌফিকুল ইসলাম, মুফতী ওমর বিন নূরুল্লাহ, আব্দুর রব প্রমুখ। পরে ভারতে নিহত মুসলমানদের আত্মার শান্তি কামনাসহ সারাবিশে^র মুসলীম উম্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

[৫] এরপূর্বে নগরীর বিভিন্নস্থানের মসজিদ ও মাদরাসা থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মোদর কুশপুতুল, ফেস্টুন, ব্যানার ও প্লেকার্ড বহন করে মিছিল সহকারে সমাবেশস্থল টাউন হল এলাকায় জড়ো হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা সদররোডে মোদির কুশপুতুলে অগ্নিসংযোগ করে। পরে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়