শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ মাসেই টেন্ডার, সংসদ ভবন ও তার আশপাশের এলাকা আধুনিকায়ন হচ্ছে, বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তর

সুজিৎ নন্দী: [২] সংসদ সদস্য ভবন ৬টির পুরো সংস্কার, বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কার, মণিপুরিপাড়ায় খেজুরবাগান সংলগ্ন এলাকায় ৯তলা বিশিষ্ট দুটি ভবন নির্মাণসহ প্রায় এক ডজন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবনসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ ও আধুনিকায়ন’ নেয়া ২৩৪ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদফতর। প্রকল্পটি সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়েছে। পুরো বছর জুড়ে জাতীয় সংসদ ভবন ও সংসদ সদস্য ভবন (এমপি হোস্টেল) আরও আধুনিকায়ন হবে। এ বছরের মধ্যেই প্রায় সবকাজই শেষ করা হবে।

[৩] গণপূর্ত অধিদপ্তরের বৈদ্যুতিক বিভাগ জানায়, এমপি হোস্টেলের পার্লামেন্ট মেম্বারস ক্লাব এবং কমিউনিটি সেন্টারের আধুনিকায়ন ও সংসদ ভবনের বৈদ্যুতিক কাজের আধুনিকায়ন হবে। এ ছাড়া সংসদ ভবন এলাকায় খেজুরবাগানের সাবস্টেশন পরিবর্তন করা হবে। একই সঙ্গে সংসদ ভবনে নতুন ১০টির ও বেশি লিফট লাগানো হবে। সংসদের পুরো সাউন্ড সিস্টেম পরিবর্তন করে এটিকে আরও আধুনিকায়ন করা হবে বলে সূত্র জানায়।

[৪] প্রকল্প পরিচালক ও ঢাকা সার্কেল-৩ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দিন বলেন, দ্রুতই কাজ শুরু হচ্ছে। প্রকল্পের আওতায় সৌন্দর্যময় পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ ভবনের পশ্চিম পাশের আবাসিক এলাকা ও আরব রিকালচার কম্পাউন্ড এলাকায় সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। সংসদ সদস্য ভবন ও পুরাতন এমপি হোস্টেল ক্যাম্পাসও দৃষ্টিনন্দন করে তোলা হবে। পরিবর্তন করা হবে সংসদের পুরো সাউন্ড সিস্টেম। তবে বৈদ্যুতিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম এ ব্যাপারে কোন মন্তব্য করেননি। বৈদ্যুতিক বিভাগের সূত্র জানায়, খুব শিঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।

[৫] সূত্র জানায়, জাতীয় সংসদ ভবন নির্মাণের পর থেকে দীর্ঘদিন বড় ধরনের কোনো সংস্কার কাজ না হওয়ায় ধীরে ধীরে এর জৌলুস হারাতে বসেছিল। ২৩৪ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়নে সিভিল বিভাগ ৬৮ কোটি টাকা এবং ইলেক্ট্রিক বিভাগ ১৬৬ কোটি টাকার কাজ করবে। পুরো কাজ তদারকির জন্য হুইপ ইকবালুর রহিমের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। কমিটির নির্দেশনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়