শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৬ মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সিদ্ধান্ত বিএনপির

শিমুল মাহমুদ: [২] ওইদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী কর্মসূচি শুরু করবে দলটি। শেষ হবে ২০২১ সালের ২৬ মার্চ।

[৩] সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে।

[৪] স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকের বৈঠকে সুবর্ণজয়ন্তীর প্রোগ্রাম ফাইনাল করার জন্য বসলেও তা চূড়ান্ত হয়নি।

[৫] বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির আরেক সদস্য জানান, ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেই কালুরঘাট বেতার কেন্দ্র যাওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির।

[৬] বৈঠক সূত্রে আরো জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে বিএনপির নেতাদের পাশাপাশি বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের রাখা হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়