শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিপিএলে প্রথমবার মাশরাফিকে সতীর্থ হিসেবে পেয়ে রোমাঞ্চিত আশরাফুল

নিজস্ব প্রতিবেদক : [২] জাতীয় দলের পুরোনো সতীর্থকে নতুনভাবে দলে পেয়ে বেশ আনন্দিত মোহাম্মদ আশরাফুল। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আশরাফুল। যে দলের খেলবেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্জতাও। ডিপিএলে এবারই প্রথম দুজন একসাথে খেলবেন।

[৩] আসন্ন ঢাকা লিগের পর্দা উঠবে আগামী ১৫ মার্চ। যার জন্য দলবদল শুরুতে মোহামেডান ছেড়ে শেখ জামালে থিতু হয়েছেন আশরাফুল। একই দলের হয়ে খেলতে মাশরাফি ছেড়েছেন বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে।

[৪] ডিপিএলে আজীবন প্রতিপক্ষ হিসেবে পাওয়া মাশরাফিকে এবার একই দলে পেয়ে বেশ রোমাঞ্চিত আশরাফুল, ‘প্রথমবারের মত আমরা আসলে ডিপিএলে একসাথে খেলব। আমরা শুরু করেছিলাম অনূর্ধ্ব-১৭ থেকে ২০০০ সালের এশিয়া কাপে। তারপরে আমরা ঢাকা লিগে প্রতিপক্ষ হয়েই খেলেছি। এই প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগে একসাথে খেলব। ভালো লাগছে।’

[৫] ‘বিপিএল খেলেছিলাম ২ সিজন, ২ সিজনই চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০১৮ সালে আমার ব্যক্তিগত পারফরম্যান্স যেটা হয়েছিল, সেটা ঢাকা প্রিমিয়ার লিগের রেকর্ড ছিল। তার পিছনে মাশরাফির একটা বড় হাত আছে। আমার ফিটনেস লেভেলটা ভালো করার জন্য সে উপদেশ দিয়েছিল এবং স্কিলে সমস্যা ছিল না। তো একসাথে খেলব অনেকদিন পর এটা ভালো লাগছে।’ সাথে যোগ করেন তিনি। খবর : ক্রিকটাইম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়