শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাংকনোটের মাধ্যমে ছড়াতে পারে করোনাভাইরাস: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক : [২] ময়লা ব্যাংকনোটের মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অনলাইন লেনদেন বাড়িয়ে এই ঝুঁকি কমানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। সোমবার (২ মার্চ) ডব্লিউএইচও’র বরাতে এ খবর জানিয়েছে দ্য টেলিগ্রাফ। সারাবাংলা

[৩] এছাড়াও, প্রতিবার ব্যাংকনোট ধরার পর হাত ভালোভাবে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। কারণ, কভিড-১৯ রোগের জন্য দায়ী নভেল করোনাভাইরাস কয়েকদিন পর্যন্ত বিভিন্ন সারফেসে টিকে থাকতে পারে।

[৪] এর আগে, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তাদের গ্রাহকদের উদ্দেশে জানানো হয়েছে, ব্যাংকনোটে ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা রয়েছে। তাই গ্রাহকরা যেনো প্রতিবার ব্যংকনোট ধরার পর ভালোভাবে হাত ধুয়ে নেন।

[৫] এদিকে, চীন ও কোরিয়া করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বাজারে থাকা ব্যাংকনোটগুলো আলাদা করে ফেলেছে। তাদের ওই উদ্যোগের পরই ডব্লিউএইচও’র পক্ষ থেকে এই ধ্রনের সসতর্কতা জারি করা হলো।

[৬] প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ ইতোমধ্যেই বিশ্বব্যাপী তিন সহস্রাধিক মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৯০ হাজার। চীনের পর কোরিয়া উপদ্বীপ, মধ্যপ্রাচ্যের ইরান এবং ইউরোপের ইতালিতে কভিড-১৯ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়