শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করবেন চিত্রনায়িকা মাহি!

মুসবা তিন্নি: [২] মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি দুই দিন ব্যাপী স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের আয়োজন প্রায় সর্ম্পূণ হয়েছে।

[৩] মাহির নানার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর সভার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে খেলার মাঠটি সাজ-সজ্জা প্রায় সর্ম্পূণ হয়েছে। খেলাটি ঘিরে তানোর, মুণ্ডুমালা এখন চলছে উৎসবের আমেজ।

[৪] বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার সময় স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করা হবে।

[৫] উদ্ধোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক ডিসি মো: হামিদুর হক জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন খেলার আহবায়ক শাহাদাত হোসেন মিঠু শেখ।

[৬] এছাড়াও উপস্থিত থাকবেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহতো ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুর হাসানসহ আরও অনেকেই।

[৭] আয়োজক কমিটি সূত্র মতে, আগামী ৪ মার্চ সকালে স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করবেন মাহিয়া মাহিসহ অতিথি বৃন্দ। এবং পরের দিন ৫ মার্চ বিকালে প্রধান অতিথি থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দিবেন মাহি।

[৮] দুই দিন ব্যাপী এ খেলাটিতে ১৬ টিম অংশ গ্রহণ করবে।খেলোয়ার ও দর্শকদের সুবিধার কথা ভেবে মাঠের চার পাশে উপরে সামিয়ানা দেওয়া হয়েছে। এছাড়ার ইস্টেসটি নৌকা দিয়ে সাজানো হয়েছে।

[৯] খেলাটি সরাসরি চিত্র নায়িকা মাহিয়া মাহির উদ্যোগে হবে। আয়োজন করেছেন একটি অরাজনৈতিক উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবক সংগঠন (স্বপ্ন)।

[১০] আয়োজক কমিটি প্রধান মিঠু শেখ বলেন, টুর্নামেন্ট ঘিরে প্রচার-প্রচারণা ও ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। কয়েক হাজার লোকের সমাগত হবে বলে আশা করা হচ্ছে। তাই নিরাপত্তার কথা ভেবে থানা-ফাড়ি পুলিশের পাশিপাশি জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স চাওয়া হয়েছে। আশা করছি শান্তি শৃঙ্খলা ঠিক থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়