শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] থমথমে পিরোজপুর, রাস্তায় গাছের গুঁরি ফেলে সড়ক অবরোধ

পিরোজপুর থেকে বিপ্লব বিশ্বাস : [২] পিরোজপুর সদর আসনের সাবেক এমপি, জেলার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব একেএম আউওয়াল ও মহিলা লীগের সভানেত্রী লায়লা পারভিনকে দুদকের মামলায় আদালত জেলে পাঠানোর প্রতিবাদে জেলা শহরে থমথমে ভাব বিরাজ করছে৷ নির্ধারিত সময় আদালতে হাজিরের খবরে জেলার প্রতিটি থানা থেকে সকাল থেকেই লোকজন এসে জেলায় অবস্থান নেয়৷

[৩] মঙ্গলবার বেলা ১১টার দিকে লোকজন মিছিল নিয়ে আদালত চত্তরে যাওয়ার চেষ্টা করে৷ পিরোজপুর জেলা সার্কিট হাউজে মিছিল আটকে দেয় পুলিশ৷ বেলা সাড়ে ১২টার দিকে আদালতের রায় শোনার পর উপস্থিত জণগন বিক্ষোভ এ ফেটে পরে৷ এ সময় তারা মিছিল নিয়ে জেলা শহরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মূখে পরে৷ আউয়াল এর অনুসারি অপর একটি দল টাউন ক্লাবের সামনে অবস্থান নেয়৷ দূপূর ১টার দিকে তারা একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রদখিন করে৷

[৪] এ সময় বিক্ষিপ্ত জনগণ রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়৷ বন্ধ হয়ে যায় দোকান পাট৷ অন্যদিক তার গ্রামের বাড়ি শংকরপাশায় বিক্ষিপ্ত জনগণ বরিশাল, ভান্ডারিয়ার যাওয়ার রাস্তায় গুলি ফেলে বন্ধ করে দেয়৷ রাস্তায় টায়ার জেলে প্রতিবাদ জানায়৷ শোনা গেছে, আউয়াল ও তার স্ত্রীর জামিন নাকচের প্রতিবাদে বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাংচুর চালায়৷ ইতোমধ্যে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও র্যব মোতায়েন করা হয়েছে ৷

[৫] এ ব্যপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজাদ জানা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোন কারন নেই৷ যে কোন সহিংস ঘটনা রোধো পুলিশ মাঠে রয়েছে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়