শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্দিদের মুক্তি প্রত্যাখান করায় যুদ্ধবিরতি স্থগিতের ঘোষণা দিল তালেবান

ইসমাঈল আযহার: [২] কারাগার থেকে পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। শনিবার কাতারে তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘ প্রতীক্ষিত শান্তিচুক্তির অন্যতম শর্ত প্রত্যাখান করায় পাল্টা ঘোষণা দিয়েছে তালেবান। সংগঠনটি জানিয়েছে, প্রেসিডেন্ট গনি পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি না দিলে যুদ্ধ বন্ধ করা হবে না। ডেইলি পাকিস্তান

[৩] শান্তি চুক্তি স্বাক্ষরের পর বড় আশা দেখা দিয়েছিলআফগানিস্তানে আন্তঃআফগান আলোচনা।আশরাফ গনির ঘোষণার পর সেই আলোচনায় বসবে না বলেও জানিয়েছে তালেবান।

[৪]১০ মার্চের মধ্যে তালেবান তাদের হাতে বন্দি এক হাজার আফগান কর্মকর্তা-কর্মচারীকে মুক্তি দেওয়ার চুক্তি হয়েছিল সেই চুক্তি থেকেও তালেবান সরে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

[৫] উল্লেখ্য, কাতারের রাজধানী দোহায় চুক্তি স্বাক্ষরের একদিন পরে রোববার কাবুলে সাংবাদিকদেরকে প্রেসিডেন্ট গনি বলেন, ‘পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেওয়ার কোনো প্রতিশ্রুতি আফগানিস্তান সরকার দেয়নি। আফগানিস্তানের সরকার কি করবে সেটা শুধু আফগান সরকারের ওপরই নির্ভর করে।

[৬] গত ২৯ ফেব্রুয়ারি দীর্ঘ ১৮ বছরের সহিংসতা বন্ধে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও তালেবান। দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে দুই পক্ষ শান্তি চুক্তিতে সই করলেও তিন দিনের মাথায় সেই চুক্তি ঝুঁকির মুখে পড়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়