শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ মার্চ থেকে আসবে ভারতের পেঁয়াজ

মাজহারুল ইসলাম : [২] এরপর পেঁয়াজের দাম আরও কমে যাবে বলে মনে করছেন আমদানিকারকরা। ইতোমধ্যে দিনাজপুরসহ একাধিক জেলায় পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে। রাজধানীর বাজারেও এর প্রভাব পড়বে। কয়েক দিনের মধ্যে খুচরা বাজারে ভোক্তারা প্রতি কেজি পেঁয়াজ ২০ খেকে ৩০ টাকার মধ্যে কিনতে পারবেন।

[৩] রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজ একজন আমদানিকারক জানান, সীমান্ত এলাকায় ভারতীয় পেঁয়াজ ভর্তি ট্রাক ভিড়তে শুরু করেছে। সীমান্তবর্তী কয়েকটি এলাকায় এরইমধ্যে পেঁয়াজের দামও কমেছে।

ভারতের ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের একটি সূত্র জানায়, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তাদের পেঁয়াজ রপ্তানি করতে অনুরোধ করেছে। এরই ভিত্তিতে ২০ জনের একটি কমিটি গঠন করা হয়।

[৪] এর আগে ২৬ ফেব্রুয়ারি ভারতের খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী এক টুইট বার্তায় জানান, যেহেতু পেঁয়াজের বাজার স্থিতিশীল এবং প্রচুর উৎপাদিত হয়েছে, তাই সরকার পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

[৫] উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর ভারত রপ্তানি মূল্য দ্বিগুণ করে প্রতি টন ৮’শ ৫০ ডলার করার পর পেঁয়াজের দাম দ্রুত বাড়তে থাকে। ২৯ সেপ্টেম্বর রপ্তানি বন্ধ করে দিলে এক দিনের মধ্যে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১’শ টাকা হয়ে যায়। এরপর অক্টোবরে পেঁয়াজ বিক্রি হয় ১৫০ থেকে ১৭০ টাকা দরে। ওই মাসের শেষভাগে মিয়ানমার থেকে আমদানি বাড়িয়ে পেঁয়াজের দাম ফের ১০০ টাকার কাছাকাছি নিয়ে এলেও ৯ নভেম্বর পর প্রতি কেজি পেঁয়াজ ২০০ টাকা ছাড়িয়ে যায়। একপর্যায়ে রাজধানীতে প্রতি কেজি পেঁয়াজ ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হয়। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৩০০ টাকা। তারপরই বাজার সামাল দিতে চীন, মিসর, তুরস্ক ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়