শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্মী হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইয়াসিন আরাফাত : [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছাত্রলীগকর্মী রাকিব ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেল হত্যার প্রতিবাদে সোমবার রাতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ।

[৩] ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

[৪] ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশের রাজনীতিতে শান্তি বিরাজ করছে, তখন একাত্তরের প্রেতাত্মারা আমাদের ভাইদের ওপর হামলা করে তাদের হত্যা করছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।ছাত্রলীগ বসে থাকবে না। আমরা দিন-রাত তাদের প্রতিহত করতে আন্দোলন করে যাবো।শিবির ও ছাত্রদলের সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনতিবিলম্বে গ্রেফতার না করা পর্যন্ত ছাত্রলীগের প্রত্যেকটি নেতা-কর্মী দিনরাত মাঠে থাকবে। এ সময় মঙ্গলবার (৩ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

[৫] সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, একাত্তরের কুচক্রী মহল দিনে-দুপুরে চায়ের দোকানে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। সেখানে আমাদের তিনজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। একজন সোমবার মারা গেছেন। বাংলাদেশে ছাত্রশিবিরের কোনও স্থান হবে না। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমরা জঙ্গিবাদের উত্থান হতে দেবো না। এসময় তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের নিজেদের অবস্থান থেকে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

[৬] ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘রক্ত দিয়ে রক্তের বদলা নিতে হবে। জামায়াত ও শিবিরকে আর সহ্য করা হবে না।যুদ্ধ করতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ভিপি-জিপি কারও পেছনে দাড়িয়ে, কারও ছত্রছায়ায় শিবিরের কার্যক্রম চলতে দেয়া যাবে না। যুদ্ধ যদি করতে হয়, যুদ্ধ করতে আমরা প্রস্তুত। সেই যুদ্ধের প্রথম মানুষ আমি হতে চাই।

[৭] ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আমরা যখন ব্রিটিশদের উপনিবেশবাদ বিরোধী আন্দোলন করেছি তখনও জামায়াত ও শিবিরের প্রেতাত্মারা আন্দোলনের বিরোধিতা করেছে। যখন ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি, তখনও জামায়াত ও শিবির স্বাধীনতাবিরোধী হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়