শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী আছে হিন্দু বা মুসলমানে, আমি বুঝি না

 

শর্মী ভৌমিক: সময় সময় বাংলাদেশে মুসলমান দ্বারা হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতিত হয় আর ভারতে হিন্দু দ্বারা ইসলাম ধর্মাবলম্বীরা। এইসব নির্যাতনের চিত্র আর কতো দেখতে হবে? একটি দেশ কোনো হিন্দুর নয়, একটি দেশ কোনো মুসলমানের হতে পারে না। একটি দেশ কখনোই কোনো একটি নির্দিষ্ট ধর্মাবলম্বীর হওয়া উচিত নয়। দেশ বিভাজনের শর্ত যদি নির্দিষ্ট ধর্মের জন্য প্রযোজ্য হতো তাহলে তখন কেন আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা হয়নি? কেন সংখ্যালঘু আর সংখ্যাগুরুর এমনতর ঘৃণ্য অনাচার দেখতে হবে আমাদের? যদি এক ধর্মের লোক অন্য ধর্মের লোককে সইতেই না পারবে, তাহলে নির্দিষ্টভাবে শুধু একটি ধর্মের জন্য আলাদা একটি রাষ্ট্র নয় কেন? কীসের সম্প্রীতি? আমি তো দেখছি ঘৃণা আর ঘৃণা মানুষের অন্তরময়। সেটা প্রকাশ্যে কিংবা গোপনে। ঘৃণারা দ্রুত বিস্তার লাভ করছে আজকের এই আধুনিক যুগে। আমরা মনুষ্যসৃষ্ট ধর্মের গোলাম হয়ে গেছি একেবারে। আমাদের বিবেকে পচন ধরেছে অনেক আগেই। আমরা বিভক্ত হতে হতে এতোটাই স্বার্থপর হয়ে গেছি যে, শুধু একলাই খেতে চাচ্ছি সবকিছু। একলা আধিপত্য বিরাজ করতে যুদ্ধ ঘোষণা করছি খুব সহজেই।

ভারতের মুসলমানেরা জন্মগতভাবেই ভারতীয়। তদ্রুপ, বাংলাদেশের হিন্দুরাও জন্মগতভাবেই বাংলাদেশি। তাদের স্ব স্ব রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে বসবাস করার শতভাগ অধিকার রয়েছে। কারোর কোনো অধিকার নেই তাদের ন্যায্য অধিকার নিয়ে ছিনিমিনি খেলার। যারা এসব করছে তারা অমানুষ, বর্বর, স্বার্থলোভী ছাড়া আর কিছু নয়। কিন্তু রাষ্ট্রযন্ত্র কী করছে? রাষ্ট্রের কী কাজ? কেন রাষ্ট্রযন্ত্র বিকল হয়ে আছে? একটি রাষ্ট্র চাইলে এক মুহূর্তেই সব অনাচার বন্ধ করে দিতে পারে। সেটা শুধু ভারত নয়, যেকোন রাষ্ট্রের ক্ষেত্রেই প্রযোজ্য। রাষ্ট্রের অবহেলার কারণেই কিংবা অসৎ কোন উদ্দেশ্যের জন্যই নানান দেশে এইসব অরাজকতা মাথাচাড়া দিয়ে উঠছে বিভিন্ন সময়ে। মানুষ যখন অপরাধ করে পার পেয়ে যায় তখন অপরাধ ক্রমশ বাড়তেই থাকে। এবং এখন সেটাই হচ্ছে।

আচ্ছা, যখন বাংলাদেশে হিন্দু নির্যাতন হয় তখন আপনি চুপ থাকেন কেন? খুব আনন্দ হয় বুঝি? হিন্দুরা কি মানুষ নয়? এক বাঙলি হয়ে আরেক বাঙালির জন্য তখন তো আপনি একটুও বিচলিত হন না। এ আপনার কেমন দেশপ্রেম? অথচ ভারতীয় মুসলমানদের জন্য আপনার কতো দরদ দেখুন তো। বলি কী, দরদটা সমগ্র মানবজাতির জন্য রাখুন না। মানুষ মরছে, মানুষের রক্ত ঝরছে। মানুষের জন্য কাঁদুন, মানুষের মঙ্গলের জন্য প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করুন। শুধু একটি গোষ্ঠীর জন্য নয়, ভালোবাসা হোক প্রতিটি মানুষের জন্য। আমি রোহিঙ্গাদের জন্য কেঁদেছি। বাংলার নির্যাতিত অসহায় হিন্দুদের জন্যও কাঁদি। না, হিন্দু বা মুসলিম বলে নয়, আমি মানুষের জন্য কাঁদি। মাঝে মাঝে কেনো কাজে হিন্দু বলে কেউ আমার নিকট হতে বাড়তি সুবিধা নিতে চায় কিংবা আমাকে বাড়তি সুবিধা দিতে আগ্রহ প্রকাশ করে। বিশ্বাস করুন, আমি ভীষণ রেগে যাই তখন। এসব বিষয়কে আমি কখনোই পাত্তা দিই না। দিল্লিতে ধর্মীয় সংঘর্ষ অবিলম্বে বন্ধ হোক। মুসলিম নির্যাতন বন্ধ করা হোক অতি শীঘ্রই। মানুষ হত্যা করে কোনো ধর্ম নয়, ধর্ম হোক মানুষের জন্য কল্যাণকর। জয় হোক মানবতার। আমার পরিচয়, আমি মানুষ। আমি মানুষের, মানুষগুলো আমার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়