শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ ঘণ্টার অভিযানে প্রায় ২৫০ কোটি টাকা মূল্যের কারেন্টসহ অবৈধ অন্যান্য জাল জব্দ করেছে নৌ পুলিশ

সুজন কৈরী : [২] রোববার রাত ১২ টা থেকে সোমবার বেলা ১১ টা পর্যন্ত নৌ-পুলিশ ও মৎস্য অফিসের যৌথ অভিযানে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার, মিরেশ্বর তারার বাড়ী থেকে নাজিমুদ্দিন ও মুক্তারপুরের জাল কারখানায় এ অভিযান চালানো হয়।

[৩] অভিযানকালে ২০৪ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৬ কোটি ৮৩ লাখ ৭ হাজার মিটার কারেন্ট জাল, ৩৮ কোটি ৮৪ লাখ টাকার ১ কোটি ৯৪ লাখ ২০ হাজার মিটার নীল রঙের নেট জাল, ৪ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকার ৪ লাখ ২২ হাজার ৬০০টি কারেন্ট জাল তৈরির ববিন, ১ কোটি ৮০ লাখ টাকার ৬টি জাল পেঁচানো লোহার রোল জব্দ করা হয়।

[৪] এছাড়া অভিযানকালে ৮৮ বস্তায় থাকা ২৮ কোটি টাকা মূল্যের ১৭ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আসামি করে মৎস্যরক্ষা ও সংরক্ষণ আইনে মুন্সিগঞ্জ থানায় মামলা হয়েছে।

[৫] এদিকে নৌ পুলিশের ১৩টি থানা/ফাঁড়ি সোমবার অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকার ৪ লাখ ৬০ হাজার ৫০০ মিটার কারেন্ট ও অন্যান্য জাল জব্দ করে। এছাড়া অভিযানকালে ৩ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫১৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য আইনে একটি মামলা হয়। সেইসঙ্গে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।

[৭] অভিযান শেষে কারেন্ট জাল তৈরির কারিগর, মালিক ও তদের গডফাদারদের প্রতি হুশিয়ারী উচ্চারন করে নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম বলেন, কারেন্ট জালের উৎপাদন বন্ধ করুন। না হলে যেকোন মূল্যে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়