শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনোভাইরাসের প্রভাবে বিশ্বপুঁজিবাজার থেকে ৫ ট্রিলিয়ন ডলার উধাও ‘হু’ বলছে ভীত না হতে

রাশিদ রিয়াজ : [২] বিশ^স্বাস্থ্য সংস্থা ‘হু’ বিনিয়োগকারীদের আশ^স্ত করে বলছে করোনাভাইরাস আতঙ্কে না ভুগে বাজার পরিস্থিতি যাচাই করতে। ‘হু’র মহাপরিচালক টেডরস অ্যাডহানম ঘেব্রিসাস বলেছেন, বিশ^পুঁজিবাজারে বিনিয়োগকারীদের উচিত শান্ত থাকা এবং বাস্তবতা অনুধাবন করা। সিএনবিসি/আরটি/সিএনএন

[৩] টেডরস বলেন, করোনাভাইরাস ভয় খুবই খারাপ। আতঙ্কের পরিবর্তে পরিস্থিতি যাচাই করা গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস ঠেকাতে এখন পর্যন্ত যে সব ব্যবস্থা নেয়া হয়েছে তা ব্যর্থ হলে বিশ^ব্যাপী মহামারী আকারে রুপ নেবে এটি এবং সে প্রস্তুতি নিয়েও ভাবার তাগিদ দেন টেডরস।

[৪] পুঁজিবাজার বিশ্লেষকদের একাংশ মনে করছেন করোনাভাইরাস নিয়ে আতঙ্ক গ্রহণযোগ্য নয় কারণ এক দশক ধরে বাজারে তেজীভাব থাকার পর এ সংশোধন হচ্ছে। বিশ্লেষকদের আরেক অংশ মনে করেন বাজার নিয়ে দুশ্চিন্তার যথেষ্ট কারণ রয়েছে।

[৫] গত সপ্তাহে আভা ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক নাইম আসলাম বলছেন বিনিয়োগকারীরা অতিরিক্ত আতঙ্গে ভুগছেন। ডো জোন্সের সূচকে এধরনের পতন কখনো কাম্য ছিল না। আমেরিকান ইন্সটিটিউট ফর ইকোনোমিক রিসার্চের এডিটরিয়াল পরিচালক জেফরে টাকার বলেন, বিশ^পুঁজিবাজার প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। শেয়ার বাজারে সত্যিকারের চাহিদা ও সরবরাহে বড় ধরনের ধাক্কা লেগেছে।

[৬] জেফরে টাকার বলেন শুধু পুঁজি বাজার নয় অন্যান্য খাতে কি বড় ধরণের ধাক্কা দেয় করোনাভাইরাস তা দেখতে আরো বেশ কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। এর ধাক্কা মার্কিন জিডিপি ও বেকারত্বের হারেও আঘাত হানবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়