শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লিতে যেটা হয়েছে সেটা পরিকল্পিত গণহত্যা, বললেন মমতা বন্দোপাধ্যায়

মশিউর অর্ণব: [২] সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ নামে একটি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় মদদে পরিকল্পিতভাবে গণহত্যা চালানোর পর ঘটনাটিকে দাঙ্গার রূপ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া

[৩] পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, 'গুলি মারো' কথাটা বেআইনি ও দানবিক। যে বা যারা এটা বলেছে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেয়া হোক। একজনকে ছাড় দেয়া হলে আরো অনেকে সাহস পেয়ে যাবে। ওরা গাদ্দারকে গুলি করতে বলেছে, গাদ্দার কে সেটা সাধারণ মানুষই ঠিক করে দেবে।

[৪] দিল্লির সহিংসতাকে পরিকল্পিত দাবি করে মমতা প্রশ্ন রাখেন, এতগুলো লোক মারা যাওয়ার পরেও উস্কানিদাতা সেই বিজেপি নেতাদের এখনও কেন গ্রেপ্তার করা হয়নি?

[৫] ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা সফরে এসে 'বাংলা দখল' করার কথা বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে মমতা বলেন, এখনও পর্যন্ত বিজেপি যেসব রাজ্য দখল করেছেন, সেখানে আর মানুষের কথা বলার অধিকার নেই। কাশ্মীর, ত্রিপুরা, উত্তরপ্রদেশসহ আরো কয়েকটি জায়গায় এখন একই অবস্থা।

[৬] কংগ্রেস ও আম আদমি পার্টির সমালোচনা করে মমতা বন্দোপাধ্যায় বলেন, এরা ঘোলা পানিতে মাছ শিকার করছে। দিল্লিতে তো দুটি দলেরই পার্টি অফিস আছে, তারা কেনো ঘটনা ঘটার পর দ্রুত ব্যবস্থা নিলো না?

[৭] দিল্লির মতো ছোটো একটা জায়গাকে বিজেপি সামলাতে পারেনি, গোটা ভারতকে তারা কিভাবে সামলাবে- এমন প্রশ্নও তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়