শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শচীনকে আউট করায় হত্যার হুমকি পেয়েছিলেন ম্যাকগ্রা

স্পোর্টস ডেস্ক : [২] ঘটনাটি ঘটেছিলো ১৯৯৯ সালে অ্যাডিলেড টেস্টে। তখন রিভিউ নেয়ার কোনো সিস্টেম ছিলো না। অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন শচীন টেন্ডুলকার। কিন্তু ওই আউটটা ছিলো বিতর্কিত। যা ভারতীয় দর্শকরা ভালোভাবে নেননি। আউটের আবেদনের জন্য কাঠগড়ায় তোলা হয় ম্যাকগ্রাকে। শুধু সমালোচনাতেই আটকে থাকেননি তারা। রীতিমত হত্যার হুমকি পান ম্যাকগ্রা। ফলে নিজ দেশেও পরিবারের নিরাপত্তা বাড়াতে বাধ্য হন তিনি। খবর : ক্রিকটাইম।

[৩] সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ম্যাকগ্রা জানান, ‘অতীতে আম্পায়ারের সিদ্ধান্তই শিরোধার্য ছিল। তবে শচীন এখনও ভাবে ওটা আউট ছিল না। সফরের মাঝে বেশ কয়েকবার মৃত্যুর হুমকি পাই। যদিও আমার নিরাপত্তা বেশ কড়া ছিল। সিডনিতে আমার পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দিতে হয়। সাথে ক্রিকেট অস্ট্রেলিয়াকেও হুমকি দেয়া হয়।’

[৪] শচীনের করা সে আউট প্রসঙ্গে ম্যাকগ্রা বলেন, ‘তখন ডিআরএস ছিল না। সেই সময়ে শচীন সবেমাত্র ক্রিজে এসেছিল। বোধহয় রানের খাতাও খোলেনি। শূন্য রানে ব্যাটিং করছিল। ওকে আমি বাউন্সার দিয়ে মনযোগ নষ্ট করতে চেয়েছিলাম। তবে বলটা খুব বেশি উচ্চতায় ওঠেনি। নিচু হয়েছিল। শচীন আরও নীচু হয়ে বল ডাক করতে গেলে বলটা তার কাঁধে লাগে। যে জায়গাটা থেকে আমি দেখছিলাম, সেখান থেকে আমার মনে হয়েছিল বল স্টাম্পে লাগতে পারত। আমি আবেদনের সঙ্গে সঙ্গেই আম্পায়ার আউট দিয়ে দিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়