শিরোনাম
◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৭:৫৩ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে পাথর আহরণকালে ৭ শ্রমিকসহ ৫টি ডাম্পার ট্রাক আটক

মো. নুরুল করিম, লামা প্রতিনিধি : [২] অবৈধভাবে পাথর ও বালু আহরণ কালে ৫ টি ডাম্পার ট্রাক ও ১ টি পাথর ভাঙ্গার মেশিনসহ ৭ শ্রমিককে আটক করেছে বান্দরবানের বন বিভাগ। মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল থেকে তাদেরকে আটক করা হয়।

[৩] আটককৃত শ্রমিকরা হলো- মো. লিটন (২৮), মো. আব্দুল্লাহ (১৮),মো. জাফর ইকবাল (২৬), কুতুব উদ্দিন (৩৪), আমান উল্লাহ (৪০), নুরুল ইসলাম (২৫) ও মো. হাসান (৪৫)। সোমবার সকালে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

[৪] সূত্র জানায়, মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল থেকে পাথর ও বালু উত্তোলন করছে; এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মো. মিনার চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা অভিযান চালানো হয়। এ সময় বনাঞ্চলের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে পাথর আহরণ কাজে নিয়োজিত ৭ শ্রমিক, ৫টি ডাম্পার ট্রাক ও ১টি পাথর ভাঙ্গার মেশিন আটক করেন বন কর্মীরা। পরে আটকদের বিভাগীয় লামা বিভাগীয় বন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

[৫] ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস. এম কায়চার বলেন, আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে লামা উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়