শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ আতঙ্কে স্থগিত করা হয়েছে এসিসির পূর্বনির্ধারিত সভা, এশিয়া কাপের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাব ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও পড়েছে। এবার দুবাইয়ে অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পূর্বনির্ধারিত সভা স্থগিত করা হয়েছে করোনা শঙ্কায়। আগামীকাল দুবাইয়ের মিটিংয়ে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত হওয়ার কথা ছিল।

[৩] জনপ্রিয় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টু ডে জানিয়েছে, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিসহ কয়েকটি দেশের সদস্য করোনার ভয়ে দুবাই যেতে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

[৪] চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি সংযুক্ত আরব আমিরাতেও ছড়িয়েছে। রহস্যময় এই রোগে গোটা পৃথিবীতে মৃতের সংখ্যা সোমবার পর্যন্ত ৩ হাজার ছাড়িয়ে গেছে।

[৫] এসিসির মিটিংয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এই মাসের শেষ দিকে নেওয়া হবে। এদিকে সৗরভ না গেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি আগেই দুবাই পৌঁছে যান। কিন্তু সিইও ওয়াসিম খান যেতে পারেননি।

[৬] সৌরভ কয়েক দিন আগে জানান, এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তানকে খেলাতে দুবাইয়ে হবে আয়োজন। কিন্তু পাকিস্তানের এহসান মানি আবার দাবি করেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

[৭] এশিয়া কাপের পরবর্তী আসর এমনিতে পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ভারত খেলতে রাজি না হওয়ায় ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়