শিরোনাম
◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) লিটন দাস ম্যাচ শেষে জানালেন নিজের সেঞ্চুরির রহস্য

ডেস্ক রিপোর্ট : (২) হাফ সেঞ্চুরিতে পৌঁছতে উইকেটের চারিপাশে ছয়টি বাউন্ডারি মেরেছিলেন। সেখান থেকে ৭৩ রানে যেতে আরও তিনটি। এরপর একটু থমকে যান লিটন। একেবারে ধীরস্থির। পৌঁছাতে হবে নিজের লক্ষ্যে। ৭৩ থেকে ৯৯ রানে যেতে কোনো বাউন্ডারি নেই। এক-দুই করে এগিয়েছেন। এরপর শরীরর ওপর আসা বলে হাল্কা ফ্লিকে চার। লিটন পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে।

(৩) লক্ষ্য সেঞ্চুরি ছিল না। অন্তত ৩০ ওভার ব্যাটিং করার চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলেন। তার বিশ্বাস ছিল ইনিংস শুরু করে ৩০ ওভার ব্যাটিং করলে পাওয়া যাবে বড় ইনিংস। ম্যাচ শেষে জানালেন নিজের সেঞ্চুরির রহস্য। ‘সেঞ্চুরির লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল ৩০ ওভার ব্যাটিং করা। আমি জানি আন্তর্জাতিক ক্রিকেটে একশ করতে হলে অন্তত ৩০ ওভার ব্যাট করতে হবে। মাথায় ছিল ৩০ ওভার পর্যন্ত সহজাত ক্রিকেট খেলব। জোরাজুরি করব না। সিঙ্গেল খেলব, মারার বল পেলে কাজ লাগাব। ’

তবে ম্যাচের আগে প্রচন্ড নার্ভাস ছিলেন লিটন। দীর্ঘদিন পর ওপেনিংয়ে ফেরায় মনোযোগ রাখা কঠিন হয়ে যাচ্ছিল। বিশ্বকাপে লিটন ব্যাটিং করেছেন পাঁচে। তাইতো ওপেনিংয়ে ফিরে কিছুটা স্নায়ুচাপে ছিলেন মারকুটে ব্যাটসম্যান।

‘অনেকে হয়তো বোঝেননি, আমি অনেক নার্ভাস ছিলাম আজ। গতকাল রাত থেকেই অনেক নার্ভাস ছিলাম। আমি অনেক দিন থেকেই ওয়ানডে খেলছি না। সবশেষ শ্রীলঙ্কায় আমি খেলিনি (বিয়ের কারণে ছুটিতে ছিলেন)। আমি জানতাম আজ ওপেন করব। ব্যাক অব দা মাইন্ডে আরও বেশি চাপ ছিল। ওই নাভার্সনেসটা ইতিবাচক হিসেবে কাজ করেছে মাঠে। আমাকে আরও মনোযোগী করেছে। সব শট খেলা যাবে না। যদিও পারি সব শট, সব খেলা যাবে না। নাভার্সনেসের কারণে উইকেটে যতক্ষণ ছিলাম, ফোকাস খুব ভালো ছিল।’

দৃঢ়চেতা মনোবল আর বাড়তি মনোযোগে লিটন পেয়েছেন ক্যারিয়ার সেরা ১২৬ রানের ইনিংস। ইনিংসটি আরও বড় হতে পারত। রিটায়ার্ড হার্ট না হলে সিলেটে রানের ফুলঝুরি ছোটাতেন ডানহাতি ব্যাটসম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়