শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) সর্বোচ্চ সম্মান পাবেন নরেন্দ্র মোদি, বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন

ডেস্ক রিপোর্ট : (২) মুজিববর্ষ উদযাপনে বাংলাদেশে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। রোববার রাষ্ট্রীয় ‘পদ্মা’ অতিথি ভবনে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০’-এর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

(৩) ড. মোমেন বলেন, ‘তিনি (মোদি) ঢাকায় আসছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসবেন। অতিথি হিসেবে তাকে (নরেন্দ্র মোদীকে) আমরা সর্বোচ্চ সম্মান দেবো। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিরা যেন বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটান, আমরা সে প্রত্যাশাও করি।’

(৪)পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকতে চাই বলেই বহু আয়োজন ও উদ্যোগ গ্রহণ করেছি। আমরা অর্থনৈতিক দিক থেকে বড় না হতে পারি, তবে মনের দিক থেকে অনেক বড়। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া অনুষ্ঠানের সফলতা সম্ভব নয়, আমরা মিডিয়ার সহযোগিতা চাই।’

(৫)মুজিববর্ষে মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদও আসতে পারেন বলে জানান এ কে মোমেন। তিনি বলেন, ‘মাহাথির মোহাম্মদ বর্তমানে প্রধানমন্ত্রী নেই। কিন্তু ব্যক্তি মাহাথিরও (আমাদের অতিথি) হিসেবে আসতে পারেন। ব্যক্তি হিসেবেও তিনি একটা ইনস্টিটিউশন।’

(৬)এসময় ভারতের দিল্লিতে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন নাগরিকত্ব আইনের জেরে দিল্লিতে যে সহিংসতা হচ্ছে, বাংলাদেশ তা পর্যবেক্ষণ করছে।’ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, ১২ এপ্রিল ঢাকায় যুব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে সম্মেলন থেকে ১০ জনকে বঙ্গবন্ধু যুব পদক প্রদান করা হবে। এছাড়া চলচ্চিত্র উৎসব, চিত্র প্রদর্শনী, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা, যুব সম্মেলন, রোভার মুট ও স্বেচ্ছাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সূত্র- রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়