শিরোনাম
◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমার থেকে একমাসে ৩০ হাজার ৩৪৪ মেট্রিকটন পেঁয়াজ আমদানি

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি: [২] মিয়ানমার থেকে ফেব্রুয়ারি মাসে টেকনাফ স্থলবন্দরে৩০ হাজার৩৪৪মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। শনিবার একদিনে১হাজার৫৫৮দশমিক৯৭১মেট্রিকটন পেঁয়াজ বন্দরে খালাস করা হয়েছে।এসব পেঁয়াজ আমদানি করেন১৪জন ব্যবসায়ী।এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন।

[৩] তিনি বলেন,গতবছরের ২৯সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপর ৩০সেপ্টেম্বর মিয়ানমার থেকে প্রথম চালানে ৬৫০টন পেঁয়াজ আসে।

[৪] বর্তমানে মিয়ানমারের প্রতিটন পেঁয়াজের শুল্কায়ন ৭০০ ডলার।তিনি আরও বলেন, এই মাসে পেঁয়াজ আমদানি গত জানুয়ারি মাসের চেয়ে দ্বিগুণ হয়েছে। যার ফলে অন্যান্য পণ্য আমদানি কম হয়েছে।স্থানীয় ব্যবসায়ীরা দেশের চাহিদা অনুযায়ী পেঁয়াজ আমদানি এখনো অব্যাহত রেখেছেন।পেঁয়াজের পাশাপাশি অন্যান্য পণ্য আমদানি বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।

[৫] এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন)জসিম উদ্দিন বলেন,ফেব্রুয়ারি মাসে পেঁয়াজ আমদানি আগের চেয়ে বেশি হয়েছে। দেশের চাহিদা মেটাতে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করছে।আমদানি করা পেঁয়াজ দ্রুত সময়ে খালাস করা হচ্ছে। শুধুুমাত্র পেঁয়াজ খালাসের জন্য বন্দরে আলাদা জেটির ব্যবস্থা করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়