শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের পরিস্থিতির ওপর নজর রাখছে বাংলাদেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক : [২] পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আরো বলেছেন, আমরা ওখানেরও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

[৩] রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা-ওআইসি ইয়ুথ ক্যাপিটেল ওয়েব সাইট উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

[৪] তিনি বলেন, আমরা বিশ্বের কাছে ইয়ুথ ক্যাপিটেল স্মরণীয় হয়ে থাকতে চাই বলেই বহু আয়োজন ও উদ্যোগ গ্রহণ করেছি। আমরা পয়সার দিক থেকে বড় না হতে পারি, তব মনের দিক থেকে অনেক বড়। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া অনুষ্ঠানের সফলতা সম্ভব নয়, আমরা মিডিয়ার সহযোগিতা চাই।

[৫] যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এতে যোগ দিয়ে বলেন, ১২ এপ্রিল ঢাকায় যুব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে সম্মেলন থেকে ১০জনকে বঙ্গবন্ধু যুব পদক প্রদান করা হবে।

[৬] এছাড়া চলচ্চিত্র উৎসব, চিত্র প্রদর্শনী, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা, যুব সম্মেলন, রোভার মুট ও স্বেচ্ছাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

[৭] ২০২০ সালের জন্য ঢাকাকে ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। ২০২৯ সালের ২৫ ডিসেম্বর ইস্তাম্বুলে চতুর্থ যুব ও ক্রীড়া মন্ত্রীদের সম্মেলনে ওআইসির যুব সংগঠন ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) এ ঘোষণা দেয়।

[৮] চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দেয় আইসিওয়াইএফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়