শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুুলিশ পরিবারের সন্তান ও পোষ্যদের চাকরিতে অগ্রাধিকার, বললেন আইজিপি

ইসমাঈল হুসাইন ইমু : [২] রোববার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানকে সামনে রেখে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আরো বলেন, পুলিশ কল্যান ট্রাস্টের মাধ্যমে আমাদের সন্তানদের জন্য স্কলারশিপ ও পরিবারের জন্য আর্থিক সুবিধা আরো বাড়ানো হবে। পুলিশ বাহিনীর যতোগুলো অনুষ্ঠান হয় তার মধ্যে এই অনুষ্ঠানটি অত্যন্ত বেদনার। এ দিন তাদের যেসব সামাজিক অর্থনৈতিক গল্প শুনে থাকি সেগুলো সত্যিকার অর্থে মর্মান্তিক।

[৩] জাবেদ পাটোয়ারী বলেন, প্রতিটি ক্রান্তিকালে পুলিশ সদস্যরা তাদের প্রাণ বিসর্জন করেছেন। একাত্তরে ২৫ মার্চ কালোরাতে প্রথম প্রতিরোধ করে রাজারবাগ পুলিশ লাইন, প্রথম বুলেটটিও লাগে পুলিশের বুকে। এরপর ১২শ সদস্য দীর্ঘ ৯ মাসে তাদের জীবন বিসর্জন দেন। পরবর্তীতে সন্ত্রাস দমন করতে গিয়ে আরো ১৯ জন পুলিশ সদস্য নিহত হন এবং জঙ্গী প্রতিরোধ করতে নিয়ে ৯ জন মারা গেছেন।

তিনি আরো বলেন, নিহত পুলিশ সদস্যদের সন্তানদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়ার পাশাপাশি অবসর ও দায়িত্ব পালনকালে মারা গেছেন এমন সদস্যদের সন্তানদের পড়াশুনা নিয়মিত করা ও উচ্চতর ডিগ্রী অর্জনে বৃত্তি চালুর পরিকল্পনা চলছে। আহত ও পঙ্গু সদস্যদের চিকিৎসার পাশাপাশি বাহিরে সকল ইউনিটেও মেডিকেল সুবিধাদি নিশ্চিত করা হচ্ছে।

[৪] এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ‘পুলিশ মেমোরিয়াল ডে'-এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ১৭৯টি পরিবারের সদস্যদের মাঝে ৫০ হাজার টাকার এফডিআর, ক্রেষ্ট ও সনদ প্রদান করেন পুলিশের মহাপরিদর্শক। দিবসটিকে সারাদেশে একসঙ্গে পালন করছে পুলিশ। কেন্দ্রীয়ভাবে ঢাকা, পাশাপাশি রেঞ্জ ও জেলা পর্যায়ে পালিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়