শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় পতাকার প্রথম নকশা করেছিলেন শিব নারায়ণ দাশ, দাবি আফসান চৌধুরীর

[২] দেবদুলাল মুন্না: একাত্তর সালের আজকের দিনে ঢাকা ছিলো হরতালের নগরী, মিছিলের নগরী এবং কারফিউর নগরী। সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকা পতাকা উড়ানো হয় প্রথম।

[৩] রাজনীতিবিদ ও জাসদ একাংশের নেতা আ স ম রব বাংলা নিউজকে জানান, জাতীয় পতাকার নকশা করেছিলেন প্রথম শিবনারায়ণ দাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের একটি কক্ষে খুব সতর্কতার সাথে পতাকার নকশা চূড়ান্ত করেন ছাত্রনেতারা। পরে পতাকার নকশা থেকে মানচিত্র বাদ দেওয়া হয়।

[৪] এবিষয়ে মুক্তিযুদ্ধ গবেষক আফসান চৌধুরী রোবাবার ‘আমাদের নতুন সময়’কে বলেন, ‘দেশ স্বাধীনের পরও শিব নারায়ণের নাম অনেকেই জানেন না। মূল্যায়ন নেই। এটি দু:খজনক। অভিমানে তিনি আড়ালে চলে গেছেন। অথচ তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। ছাত্রলীগ করতেন। তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হন।’

[৫] ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আয়োজিত ‘চতুর্থ জাতীয় পতাকা উৎসবে উপস্থিত হয়েছিলেন সর্বশেষ শিব নারায়ণ দাশ। তখন বলেন,‘ সত্য বলার সৎসাহস হারিয়ে ফেলেছেন আপনারা।’

[৬] ২০১৯ সালে ইউটিউবে লিংক বাংলা নামের একটি চ্যানেল ও এবছর মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্ট নামের অন্য ইউটিউব চ্যানেলকে শিবনারায়ণ দাশ বলেন,‘আমি সাধারণ মানুষ। আমার মুল্যায়ন করার কি আছে? এদেশের সাধারণ মানুষও তো যুদ্ধে অংশ নিয়েছিল। তাদের কি মুল্যায়ন হয়?’ আমি এমন বাস্তবতা মেনে নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়