শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু, জনসমাগম ও ভ্রমণ নিষিদ্ধে কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের

শাহনাজ বেগম : [২] ভাইরাসটির প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২৯৪৩ ছাড়িয়েছে এবং বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৮৫০০০ এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে ভাইরাসে আক্রন্ত হয়ে প্রথম মৃত্যুর রেকর্ড করেছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা বড় ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে বিশ্বে ছড়িয়ে পড়ায় ভাইরাস প্রতিরোধে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। সিএনএন, দ্য গার্ডিয়ান, সিএনবিসি

[৩] শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর নতুন করে ভ্রমণে বিধিনিষেধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা আছে তবে জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান। হোয়াইট হাউজের ব্রিফিং রুম থেকে সতর্কতার পাশাপাশি তার প্রশাসনের ভাইরাস টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রে ইলিনয় রাজ্যে একজন নতুন করে আক্রান্ত হওয়ায় এ সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে।

ইরানে ভ্রমণে নিষেধাজ্ঞার সময় আরো বাড়িয়ে দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এক বিবৃতিতে জানান, কোন নাগরিক ইরান ভ্রমণ করেছেন, তাকে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেন। ইতালিতে ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সীমান্ত দেশ মিলানের মিয়ামি থেকে নিউইয়র্ক পর্যন্ত আমেরিকান এয়ারলাইন্সকে তাদের ফ্লাইট স্থগিত করার পরামর্শ দেন পেন্স।

[৪] অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল প্রদেশের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অ্যাণ্ড্রু রবার্টসন এক সংবাদ সম্মেলনে জানান, ভাইরাসে আক্রান্ত ৭৮ বছর বয়সী একজন মারা গেছেন এবং তার স্ত্রীও ভাইরাসটিতে আক্রান্ত, তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। ক্রুজ জাহাজ ডায়মন্ড প্রিন্সেস থেকে তারা প্রত্যাবর্তন করেছিলেন। রোববার দেশটিতে নতুন করে দুই জন ভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

[৫] থাইল্যান্ডে ৩৫ বছর বয়সী একজন মারা গেছেন, তিনি ডেঙ্গু জ্বরেও ভুগছিলেন বলে দেশটির রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন। দেশটিতে ৪২ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তারমধ্যে ৩০ জন সুস্থ হয়েছেন।

[৬] নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার স্যাটেলাইট যে চিত্র প্রকাশ করেছে তাতে চীনে দূষণের মাত্রা হ্রাস পাওয়ায় ভাইরাস বন্ধে প্রভাব পড়বে। কারণ ভাইরাস প্রতিহত করতে অনেক কারখানার উৎপাদন বন্ধ ও যানবাহন সীমিত করেছে চীন।

[৬] ফ্রান্সের মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে জনসমাবেশে লাগাম টানার পাশাপাশি রোববারের হাফ-ম্যারাথন প্রতিযোগিতা বাতিল করেছে।

[৭] দক্ষিণ কোরিয়ায় আরও ৩৭৬ জন নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়ে মোট সংখ্যা ৩৫২৬ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে ২৬ জন মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়