শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাবিশ্বে বাংলাদেশকে একটি উদ্ভাবনী জাতি হিসেবে পরিচিত করাতে চাই, বললেন পলক

জেবা আফরোজ : [২] দেশের জনগুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সমাধান দেয়ায় পুরস্কৃত হয়েছে ১০টি দল। ‘থিংক হ্যাক সলভ’ ম্লোগানে ‘ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস’ শীর্ষক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়। রাজটাইম ২৪/ জাগো নিউজ ২৪

[৩] শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ক্যাম্পাসে দু’দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। আরো উপস্থিতি ছিলেন জুনাইদ আহমেদ পলক এবং ঢাকায় ভারতের উপ-হাইকমিশনার বিশ্বদীপ দে।

[৪] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও স্টার্টআপ বাংলাদেশের আইডিয়া প্রকল্পের এ আয়োজনে সহযোগিতায় ছিল ঢাকায় ভারতীয় হাইকমিশন ও টেক মাহিন্দ্রা লিমিটেড।

[৫] সারাদেশ থেকে নির্বাচিত ১৫০ জন উদ্ভাবকের সমন্বয়ে ৫১টি দল ১০টি গুরুত্বপূর্ণ সমস্যার তথ্যপ্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে দিনব্যাপী জাতীয় হ্যাকাথনে অংশ নেন। এর মধ্য থেকে সেরা ১০টি দলকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের হাতে সনদ তুলে দেয়া হয়।

[৬] স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, তরুণরা তাদের উদ্ভাবনী চিন্তা-চেতনা ও সাহস দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছে। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে এ তরুণ প্রজন্ম। পরিচ্ছন্ন ঢাকা শহর গড়তে বর্জ্য ব্যবস্থাপনার প্রযুক্তিগত উদ্ভাবন দরকার। গ্রামীণ অবকাঠামো ও রাস্তা নির্মাণে প্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো যায় সেটির উদ্ভাবন দরকার।

[৭] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সারাবিশ্বে দেশকে একটি উদ্ভাবনী জাতি হিসেবে পরিচিত করাতে চাই। প্রযুক্তিখাতে নতুন নতুন উদ্ভাবনে সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতের উপ-হাইকমিশনার বিশ্বদীপ দে ও টেক মাহিন্দ্রা লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট সুজিত বকসী।

[৮] আয়োজকরা বলেন, প্রতিযোগিতায় বিজয়ী ১০ টিমকে টেক মাহিন্দ্রা লিমিটেডের মেকারস ল্যাবে গবেষণা ও প্রযুক্তি সহায়তাসহ মেনটরিং ও প্রশিক্ষণ দেয়া হবে। তাদের উদ্ভাবনী প্রকল্প ম্যাচিউর করার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়