শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৩:৫৮ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

জামাল হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি :[২] চুয়াডাঙ্গা দৌলতদিয়ার বাসস্ট্যান্ড শনিবার রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ জিম গুরুতর আহত হয়েছেন।

[৩] আহত ছাত্রলীগ নেতা জিমে শারিরীক অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকগণ। আহত শাকিল আহমেদ জিম (২৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার নাজিম উদ্দিনের ছেলে ও ছাত্রলীগ নেতা।

[৪] জানা যায়, শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ছাত্রলীগ নেতা শহরের দৌলতদিয়ার বাসস্ট্যান্ড এলাকায় দাড়িয়ে ছিল। এ সময় কয়েক জন দুর্বত্ত অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে

[৫] হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান,সার্জারি কনসালটেন্ট এহছানুল হক তন্ময়, অর্থপেডিক কনসালটেন্ট মিলনুরজামান জোয়ার্দ্দার জিমের প্রাথমিক চিকিৎসা প্রদান করে। তার মাথা, ঘাড়, পিঠ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীরে বেশ কয়েক ব্যাগ রক্ত দিতে হয়েছে।

[৬] জিমের অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। রাতেই তাকে ঢাকায় নেয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। চুয়াডাঙ্গা সদর থানার এসআই একরাম হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত কয়েক জনের নাম পুলিশের কাছে জানিয়েছে জিম। এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়