শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] টেকনাফে লবণের মাঠ থেকে ৩ বস্তা ইয়াবা জব্দ

মাজহারুল ইসলাম : [২] টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান গতকাল বিকেলে জানান, ৩ বস্তায় মোট ২ লাখ ৮৪ হাজার ৬১০পিস ইয়াবা বড়ি রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ৩] জব্দকৃত ওইসব ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৮ কোটি টাকারও চেয়ে বেশি।

৪] ফয়সল জানান, শনিবার ভোরে টেকনাফের ছ্যুরিখ্যাল ও নোয়াপাড়া বিএসসি পোস্টের মাঝমাঝি লবণ মাঠ এলাকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় ৩ চোরাকারবারিকে মাথায় বস্তা নিয়ে আসতে দেখে তাদের থামতে নির্দেশ দেয় বিজিবি। এতে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া ৩টি বস্তায় এসব ইয়াবা বড়ি পাওয়া যায়।

৫] বিজিবির কর্মকর্তা আরও জানান, জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়