শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] ইলিয়াস কাঞ্চন বিদেশিদের কাছ থেকে টাকা নেয়ার প্রমাণ আছে

মাজহারুল ইসলাম : [২] রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে গতকাল সাংবাদিকদের এসব কথা বলেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান এমপি। ৩] তিনি বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্পর্কে তিনি যা বলেছেন তার সবগুলোর প্রমাণ না থাকলেও অনেক প্রমাণ তার কাছে আছে।

৪] শাজাহান খান সাংবাদিকদের আরও বলেন, ইলিয়াস কাঞ্চন যে বিদেশিদের কাছে টাকা নিয়েছেন তার প্রমাণ আমার কাছে আছে। তাই আমার বিরুদ্ধে করা মানহানি মামলা আইনগতভাবে মোকাবিলা করবো। ৫] তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন ভালো ভালো কথা বলেন, কিন্তু তার কথাগুলো একপাক্ষিক। তিনি বলেছেন সড়কে শৃংখলা ফেরাতে যাত্রী-চালক আর পথচারিদের ৫টি করে বেত্রাঘাত করতে হবে। সভ্য যুগে এ ধরনের বর্বর আইনের কথা তিনি কিভাবে বলেন। সড়ক পরিবহনে শৃংখলা ফেরাতে সরকারকে আমরা ১১টি সুপারিশ দিয়েছি।

৬] উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে বিদেশ থেকে টাকা নেয়ার অভিযোগ করেন শাজাহান খান। ৭] তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কতো টাকা পান। কী উদ্দেশে পান। সেখান থেকে কতো টাকা নিজে নেন, পুত্রের নামে দেন, পুত্রবধূর নামে দেন, সে হিসাব আমি জনসম্মুখে তুলে ধরবো। এরপরই তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন ইলিয়াস কাঞ্চন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়