শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘ট্রান্সফারের ভয় পাবেন না’

আমাদের সময় :[২]চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের ট্রান্সফারের ভয় না পেতে আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তাদের শক্তির যথাযথ প্রয়োগও করতে বলেছেন তিনি।

[৩]শনিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত আইনশৃংখলা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন।

[৪]ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন নিয়ে অনেক কথা শুনতে হয়। সমালোচনা শুনতে হয়। তবে আমরা একটা গ্রহণযোগ্য আইনুনাগ নির্বাচন করতে চাই। এ জন্য আপানাদের সহযোগিতা দরকার। কোনো কার্পন্য করবেন না। ট্রান্সফারের ভয় পাবেন না। আমরা আছি।’

[৫]নির্বাচনে কোনোরকম ব্যত্যয় দেখতে চান না বলেও জানান এই নির্বাচন কমিশনার। বলেন, ‘আমরা কোনোরকম ব্যত্যয় দেখতে চাই না। আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করে তাদের ভোটকেন্দ্রে আসার জন্য আহ্বান করছি। কোনোরকম বাধা বিঘ্ন হবে না। নিজের ভোট দিয়ে চলে যেতে পারবেন।’

[৬]সম্প্রতি চট্টগ্রামের সরাইপাড়ায় দুই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। সভায় এ ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘এখনো প্রতীক বরাদ্দ হয়নি। অথচ দুজন কাউন্সিলর কাল শক্তি প্রদশর্ন করল। মারামারি করেছে। সত্যি আমি শংকিত। প্রতীক বরাদ্দের পর যদি আরও অবস্থার অবনতি ঘটে, মানুষের যান মালের নিরাপত্তা বিঘ্নিত করলে কি ব্যবস্থা নিতে হবে তাও আমাদের নির্ধারণ করতে হবে। কোনো অবস্থায় এই ধরণের পরিস্থিত ট্লারেট করব না।’

[৭]নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত আইনশৃংখলা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। স্বাগত বক্তব্য দেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগমসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়